দেবাংশু বলেন, ”বিজেপির তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী হবে বলেছিলেন। তিনি নিজেকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন, তবে তাকে তো দেখা যায়নি এবং প্রার্থীও ঘোষণা হয়নি। তবে প্রার্থী আমার সঙ্গে দেখা করতে এসেছেন।” যদিও সাপ নিয়ে দেবাংশুর কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?
advertisement
এদিকে, ভোট প্রচারে বেরিয়ে খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠেছেন দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পার, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে এখনও আয়কর তল্লাশি! কী এমন মিলল?
রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্রে। তমলুক লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠলেন দেবাংশু ভট্টাচার্য।