নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া, মহম্মদপুর, কেন্দেমারী, নন্দীগ্রাম, হরিপুর, সামসাবাদ, দাউদপুর, কালিচরণপুর অঞ্চল থেকে আসা ৫০০ সংখ্যালঘু তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
আরও পড়ুন: মোদির মাঠেই সভা মমতার! ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণার পরেই ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
advertisement
লোকসভার ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করায় ভোটের আগে অস্বস্তিতে শাসক দল। প্রসঙ্গত, চমক দিয়ে প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। যেখানে রয়েছে একাধিক নতুন মুখ। ২৬ জনের এই নতুন মুখের তালিকায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্যের নামও। ভোটের লড়াইয়ের ময়দানে যিনি এই প্রথমবার নামলেন। তমলুকের প্রার্থী হচ্ছেন তিনি। প্রার্থীতালিকা ঘোষণা হতেই শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুন: সামনেই লোকসভা নির্বাচন, লক্ষ্য তফশিলি ভোট! বিরাট পরিকল্পনা করতে চলেছেন অভিষেক, আগামিকালই সভা
দেবাংশু ভট্টাচার্য বলেন, “সব রাজনৈতিক দল যাঁরা তমলুকে লড়াই করবে তাঁদের উদ্দেশে বলব, একটা শান্তিপূর্ণ, সুষ্ঠ ভোট হোক। তমলুকে আদর্শ ভোট হোক। এটাই চাইব। আমরা কাজের উপর ভোট চাই মানুষের কাছে। একজন সাংসদ হিসেবে তমলুক লোকসভা কেন্দ্রের জন্য কী কাজ করতে পারব মানুষের জন্য সেটা আমার বার্তা থাকবে মানুষের প্রতি।”