ফেসবুক লাইভে এদিন কাঁদলেন দেবাংশু। তবে এই কান্না জয়ের, আবেগের, সাফল্যের। তিনি আগেই বলেছিলেন, মমতা বন্দ্যেপাধ্যায়ের জন্যই তাঁর এত কিছু। তিনি এমনও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পর তিনি আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। অর্থাত্, রাজনীতি থেকে অব্যহতি নেবেন। সেটা তিনি আদৌ করবেন কি না অথবা তৃণমূল তাঁকে এমনটা করতে হেবে কি না সেই উত্তর সময় দেবে। তবে আজকের দিনে তিনি আর সেসব নিয়ে কথা বললেন না। তিনি বললেন, ''আমি আগেই বলেছিলাম, বাংলার মাটি, বাংলার মানুষ বহিরাগতদের মেনে নেবে না। আমি বলেছিলাম, বাংলার মেয়েই আবার ফিরবে। আজ সেই দিন। আজ বেইমানদের জবাব দেওয়ার দিন। বাংলার মানুষ বাংলার মেয়ের সঙ্গেই আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই।''
advertisement
তাঁর মুখে এদিনও শোনা গেল খেলা হবে স্লোগান। তিনি প্রতিটি শব্দ যেন আরও প্রত্যয়ের সঙ্গে উচ্চারণ করলেন। উন্নয়ন, স্বাস্থ্য সাথীর মতো শব্দগুলো এদিন আরও একবার জোরে উচ্চারণ করলেন দেবাংশু। তিনি এদিন তাঁর মাকে নিয়ে এলেন ফেসবুক লাইভে। দেবাংশু বললেন, ''আমার মা ভয় পেত। আশঙ্ক করত আমি রাজনীতিতে এসেছিলাম বলে। আজ আমার কাজ শেষ। বাংলার মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়েছেন। এখানেই আমার জয়। বাংলার মানুষ মীরজাফরদের মুখের উপর জবাব দিয়েছে। আমি শুধু এটুকু বলব, কেমন খেলা হল!''