স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে জামালপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি বাস। অন্যদিকে রায়নার দিক থেকে জামালপুরের নসীপুরে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলে স্ত্রী ও শাশুড়িকে চাপিয়ে যাচ্ছিলেন জাকির মল্লিক।
আরও পড়ুন: 'আমিও একজন আইনজীবী...', প্রয়োজনে মামলা লড়তে পারেন, 'বড়' বার্তা দিলেন মমতা
advertisement
সেই সময় আচমকাই পাশের রাস্তা থেকে একটি চারচাকা মারুতি ভ্যান মূল রাস্তায় উঠে আসে। মোটর সাইকেলটি সামনে পড়ে যাওয়ায় তাকে ধাক্কা মারে মারুতি ভ্যান। খুব সামনে চলে আসায় কার্যত নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া দুই মহিলার ওপর দিয়ে চলে যায়। বাইক চালক ছিটকে পড়ে রাস্তার পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পঞ্চাশ ঊর্ধ্ব মহিলার। মৃতদের নাম রূপেয়া মল্লিক (৪২), সম্পর্কে আহত জাকির মল্লিকের স্ত্রী। এবং শাশুড়ি আয়েশা বিবি (৬০)। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি জাকির মল্লিক কে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও ভ্যানটিকে টিকে আটক করেছে।
বাসিন্দারা বলছেন, জেলা জুড়েই বেহাল রাস্তার কারনে বারে বারে দুর্ঘটনা ঘটছে। বাসিন্দারাও ট্রাফিক আইন মেনে চলা বা পথ নিরাপত্তার ব্যাপারে এখনও সেভাবে সচেতন নন। তাই পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এদিনও তেমন ঘটনাই ঘটলো। মৃত দুই মহিলা বা চালক ওই ব্যক্তি কারও মাথাতেই হেলমেট ছিল না। থাকলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হত।