ঠিক একই ঘটনা ঘটেছিল দিন কয়েক আগে। দিঘার উদয়পুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন শান্তিপুরের এক যুবক। যুবকের মৃতদেহ চার দিন বাদে উদ্ধার হয় ওড়িশার বালাসোর থেকে। নিজের ভাইকে সঙ্গে করে এলাকার বাকি বন্ধুদের নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন যুবক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাবলা উত্তর পাড়ার বাসিন্দা ওই যুবক দুই ভাই এবং পাড়ার তিন বন্ধুকে নিয়ে গত বৃহস্পতিবার শান্তিপুর বাইপাস মোড় থেকে বাসে করে দিঘার উদ্দেশে রওনা দেন। সেখানেই বিশ্বজিৎ জলে তলিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। রবিবার সকালে বিশ্বজিতের ভাই সঞ্জিত পরিবারকে জানায় তার দাদা জলে তলিয়ে গিয়েছে। পরিবারের সকলে ছুটে যান দিঘায়। যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে। তবে পরিবার জানায় দিঘার উদয়পুর বিচে তারা স্নান করতে নেমেছিল। গতকাল রাত নটা নাগাদ পরিবারের লোক খবর পায় বিশ্বজিতের দেহ ওড়িশা বালাসোর ভেসে উঠেছে। পরিবারের লোক দ্রুত গিয়ে মৃতদেহ সনাক্ত করেন।