TRENDING:

উদয়পুর সমুদ্রে স্নান করতে যাওয়াই কাল হল... তলিয়ে গেল যুবক! নিমেষে সব শেষ

Last Updated:

উদয়পুর সমুদ্রে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মৃত নদিয়া জেলার করিমপুর এলাকার নবরূপ মাহাত।জোয়ারে জলে তলিয়ে যান তিনি। বিচে থাকা নুলিয়ারা উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উদয়পুর: উদয়পুর সমুদ্রে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মৃত নদিয়া জেলার করিমপুর এলাকার নবরূপ মাহাত।জোয়ারে জলে তলিয়ে যান তিনি। বিচে থাকা নুলিয়ারা উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
News18
News18
advertisement

ঠিক একই ঘটনা ঘটেছিল দিন কয়েক আগে। দিঘার উদয়পুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন শান্তিপুরের এক যুবক। যুবকের মৃতদেহ চার দিন বাদে উদ্ধার হয় ওড়িশার বালাসোর থেকে। নিজের ভাইকে সঙ্গে করে এলাকার বাকি বন্ধুদের নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন যুবক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাবলা উত্তর পাড়ার বাসিন্দা ওই যুবক দুই ভাই এবং পাড়ার তিন বন্ধুকে নিয়ে গত বৃহস্পতিবার শান্তিপুর বাইপাস মোড় থেকে বাসে করে দিঘার উদ্দেশে রওনা দেন। সেখানেই বিশ্বজিৎ জলে তলিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। রবিবার সকালে বিশ্বজিতের ভাই সঞ্জিত পরিবারকে জানায় তার দাদা জলে তলিয়ে গিয়েছে। পরিবারের সকলে ছুটে যান দিঘায়। যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে। তবে পরিবার জানায় দিঘার উদয়পুর বিচে তারা স্নান করতে নেমেছিল। গতকাল রাত নটা নাগাদ পরিবারের লোক খবর পায় বিশ্বজিতের দেহ ওড়িশা বালাসোর  ভেসে উঠেছে। পরিবারের লোক দ্রুত গিয়ে মৃতদেহ সনাক্ত করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উদয়পুর সমুদ্রে স্নান করতে যাওয়াই কাল হল... তলিয়ে গেল যুবক! নিমেষে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল