দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা পুরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের আকড়া অরুণ মিস্ত্রির ঘাটে গতকাল রাতে কালী প্রতিমা নিরঞ্জন করতে এসে হুগলি নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জন করতে অরুণ মিস্ত্রির ঘাটে নেমেছিল আকড়া সুখলি পাড়ার বাসিন্দা বছর ৪১ এর লালু চৌহান। তারপরেই তলিয়ে যান তিনি। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ রাতেই হুগলি নদীতে চালায় তল্লাশি। বহু খোঁজাখুঁজির পরেও তার হদিস পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকাল নটা নাগাদ অরুণ মিস্ত্রির ঘাট সংলগ্ন হুগলি নদীতে ভেসে ওঠে তাঁর দেহ।
advertisement
দেহ ভাসতে দেখে স্থানীয়েরা খবর দেয় মহেশতলা থানায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।