TRENDING:

আনন্দ বদলে গেল শোকে... প্রতিমা বিসর্জন করতে গিয়ে সোজা নদীতে, শেষরক্ষা হল না! কান্নার রোল গোটা পাড়ায়

Last Updated:

বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকাল নটা নাগাদ অরুণ মিস্ত্রির ঘাট সংলগ্ন হুগলি নদীতে ভেসে ওঠে তাঁর দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেশতলা: আকড়া অরুণ মিস্ত্রির ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে এসে হুগলি নদীতে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহেশতলা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পাড়াজুড়ে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা পুরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের আকড়া অরুণ মিস্ত্রির ঘাটে গতকাল রাতে কালী প্রতিমা নিরঞ্জন করতে এসে হুগলি নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জন করতে অরুণ মিস্ত্রির ঘাটে নেমেছিল আকড়া সুখলি পাড়ার বাসিন্দা বছর ৪১ এর লালু চৌহান। তারপরেই তলিয়ে যান তিনি। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ রাতেই হুগলি নদীতে চালায় তল্লাশি। বহু খোঁজাখুঁজির পরেও তার হদিস পাওয়া যায়নি। আজ  বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকাল নটা নাগাদ অরুণ মিস্ত্রির ঘাট সংলগ্ন হুগলি নদীতে ভেসে ওঠে তাঁর দেহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রক্তের নয়, ভালবাসার বন্ধন! মেদিনীপুরের অনাথ আশ্রমে ব্যতিক্রমী ভাইফোঁটার আয়োজন
আরও দেখুন

দেহ ভাসতে দেখে স্থানীয়েরা খবর দেয় মহেশতলা থানায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আনন্দ বদলে গেল শোকে... প্রতিমা বিসর্জন করতে গিয়ে সোজা নদীতে, শেষরক্ষা হল না! কান্নার রোল গোটা পাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল