TRENDING:

দিঘার সমুদ্রে ভেসে এল বিরাট, বিকটদর্শন মৃত জীব! কাছে আসতেই দেখা গেল... সকলের চক্ষু চড়কগাছ

Last Updated:

বনদফতর জানিয়েছে, ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সেই অনুযায়ী ভবিষ্যতে ডলফিনের মৃত্যু রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, মদন মাইতি: ব্যস্ত সময়ে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় দিঘার সমুদ্রসৈকতে। পর্যটকদের নজরে এল একটি মৃত ডলফিন, যা পড়ে ছিল সৈকতের পাথুরে খাঁজে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। কৌতূহলী পর্যটকেরা ছুটে আসেন ঘটনাস্থলে। ভিড় জমে যায় ডলফিনটিকে একবার কাছ থেকে দেখার জন্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মীরা। বনকর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে। তাঁদের তরফে জানান হয়েছে, ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। তারপরেই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।
দিঘায় উদ্ধার মৃত ডলফিন
দিঘায় উদ্ধার মৃত ডলফিন
advertisement

বনদফতরের কাঁথি ফরেস্ট রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে জানান, খবর পাওয়া মাত্র কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। ডলফিনটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এরপর নিয়ম অনুযায়ী সৎকার করা হবে। এদিকে প্রাথমিকভাবে দিঘায় কর্মরত সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫–৬ ফুট এবং ওজন আনুমানিক ৬০ থেকে ৬৫ কেজি। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যে, সম্ভবত কোনও ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে এই সামুদ্রিক প্রাণীর।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেও একাধিকবার দিঘার সমুদ্রসৈকতে মৃত ডলফিন ভেসে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রের অগভীর অংশে ট্রলারের বাড়াবাড়ি, জলদূষণ, এমনকি খাদ্যের ঘাটতিও এর জন্য দায়ী হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, এভাবে বারবার ডলফিনের মৃত্যু হলে সমুদ্রের বাস্তুতন্ত্র কতটা বিপর্যস্ত হবে?পর্যটননগরী দিঘায় ভিড় বাড়ছে প্রতিদিনই। সৈকতে বেড়াতে আসা মানুষদের কাছে ডলফিন সবসময়ই বাড়তি আকর্ষণ। কিন্তু মৃত অবস্থায় এই প্রাণীকে বারবার সৈকতে ভেসে আসতে দেখে পর্যটকদের মনেও প্রশ্ন তৈরি হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার সমুদ্রে ভেসে এল বিরাট, বিকটদর্শন মৃত জীব! কাছে আসতেই দেখা গেল... সকলের চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল