বনদফতরের কাঁথি ফরেস্ট রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে জানান, খবর পাওয়া মাত্র কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। ডলফিনটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এরপর নিয়ম অনুযায়ী সৎকার করা হবে। এদিকে প্রাথমিকভাবে দিঘায় কর্মরত সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫–৬ ফুট এবং ওজন আনুমানিক ৬০ থেকে ৬৫ কেজি। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যে, সম্ভবত কোনও ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে এই সামুদ্রিক প্রাণীর।
advertisement
এর আগেও একাধিকবার দিঘার সমুদ্রসৈকতে মৃত ডলফিন ভেসে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রের অগভীর অংশে ট্রলারের বাড়াবাড়ি, জলদূষণ, এমনকি খাদ্যের ঘাটতিও এর জন্য দায়ী হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, এভাবে বারবার ডলফিনের মৃত্যু হলে সমুদ্রের বাস্তুতন্ত্র কতটা বিপর্যস্ত হবে?পর্যটননগরী দিঘায় ভিড় বাড়ছে প্রতিদিনই। সৈকতে বেড়াতে আসা মানুষদের কাছে ডলফিন সবসময়ই বাড়তি আকর্ষণ। কিন্তু মৃত অবস্থায় এই প্রাণীকে বারবার সৈকতে ভেসে আসতে দেখে পর্যটকদের মনেও প্রশ্ন তৈরি হচ্ছে।