TRENDING:

জামুড়িয়াতে মোমোয় আসক্ত ছাত্রী, মোবাইল ছিনিয়ে নিতেই বাবাকে মারধর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামুড়িয়া: থোবড়ানো গাল ৷ চোখ দু’টো ঠিকড়ে বেরিয়ে আসছে ৷ এমনই একটি হোয়াটসঅ্যাপ ডিপি থেকে আসা মেসেজই এখন আতঙ্ক তৈরি করেছে ৷ শহর ছাড়িয়ে জেলাতেও আক্রান্ত মোমো ৷ প্রথমে হাই বলে মেসেজ পাঠানো ৷ তারপরই ওপ্রান্ত থেকে খেলার লিঙ্ক পাঠায় মোমো অ্যাডমিন ৷ আর সেই খেলার প্রতিটি ধাপেই রয়েছে মৃত্যুর হাতছানি ৷ এবার মোমো-জ্বরে আক্রান্ত জামুড়িয়া ৷
advertisement

ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে ৷ জামুড়িয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীর ফোনে আসে মোমো মেসেজ ৷ ‘hi I'm Momo’ ৷ এরপরই শুরু হয় কথোপকথন ৷ খেলার লিঙ্কও পাঠায় মোমো অ্যাডমিন ৷ একের পর এক চ্যালেঞ্জ দেয় মোমো অ্যাডমিন ৷ তবে, এই সমস্ত ঘটনাগুলিই হচ্ছিল পরিবারের সদস্যদের আড়ালে ৷

কিন্তু গতকালই ঘটে ছন্দপতন ৷ চ্যালেঞ্জে জিততে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রী ৷ এরপরই গোটা ঘটনাটি টের পান পরিবারের সদস্যরা ৷ ঘটনাটির আঁচ পেতেই পরিবারের সদস্যরা মোবাইল কেড়ে নেয় ৷ এরপরই ঘটে বিপত্তি ৷ ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধরের চেষ্টা করে ছাত্রী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই ওই মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি ৷ বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ছাত্রী ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামুড়িয়াতে মোমোয় আসক্ত ছাত্রী, মোবাইল ছিনিয়ে নিতেই বাবাকে মারধর