TRENDING:

Bus route: দীর্ঘ দিন ৪৬ নম্বর রুটে বন্ধ ছিল বাস পরিষেবা, হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা! অবশেষে শুরু বাস চলাচল

Last Updated:

Bus route: এয়ারপোর্ট ধর্মতলা রুটের 46, 46A এবং 46B রুটের বাসের একাংশ বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে বাস না মেলায় গন্তব্যে পৌঁছতে বাড়তি টাকা খরচের পাশাপাশি হতে হচ্ছে হয়রানির শিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এয়ারপোর্ট ধর্মতলা রুটের 46, 46A এবং 46B রুটের বাসের একাংশ বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে বাস না মেলায় গন্তব্যে পৌঁছতে বাড়তি টাকা খরচের পাশাপাশি হতে হচ্ছে হয়রানির শিকার।
advertisement

আরও পড়ুন: বিরাট ঘোষণা, সিকিম-উত্তরবঙ্গ যাওয়া এখন আরও সহজ! শিয়ালদহ থেকে চালু হচ্ছে নতুন ট্রেন

জানা গিয়েছে, এই রুটের একাংশের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও সিন্ডিকেট সদস্যরা। ফলে চলতি সপ্তাহের বুধবার থেকে এই রুটের অধিকাংশ বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বাসমালিক ও সিন্ডিকেট মেম্বারদের তরফে বাস চালক ও কর্মীদের বিরুদ্ধেই এর দায় চাপানো হয়েছে। মালিকদের একটি অংশ বাস পরিষেবা দিতে প্রস্তুত। এমনকি বেশ কয়েকটি বাস এই রুটে চলছেও। সিন্ডিকেটের একাংশের দাবি, এই রুটে কোনও বাস পরিষেবা কোনও মতেই বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে বাস চালকও শ্রমিকদের অতিরিক্ত দাবি-সহ হুমকি ও চাপ সৃষ্টি করার বিষয়টিকেও সামনে আনছেন তারা।

advertisement

আরও পড়ুন: পানাগড় কাণ্ডে বিস্ফোরক তথ্য গাড়ি চালকের! সেই রাতে কী কী ঘটেছিল সুতন্দ্রার সঙ্গে? তদন্তে বিরাট মোড়

অপর দিকে, বাসচালক ও কর্মীদের তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বাস মালিকদের হয়ে কাজ করলেও মেডিকেল থেকে বোনাস কোন কিছুই ঠিক মতো পান না তারা। নিজেদের দাবি-দাওয়া মালিকপক্ষকে জানাতে গেলে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ভয় দেখিয়ে পুরনোদের বদলে নতুন কর্মী নিয়োগও চলছে। তাই এই সবের প্রতিবাদেই বাস চালক ও কর্মীরা একত্রিত হয়ে মালিক পক্ষের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু এরই জেরে হয়রানির শিকার হতে হচ্ছিল এই রুটে চলাচল করা যাত্রীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পরিবহণমন্ত্রী ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। সেই আলোচনা ফলপ্রসূ হয়। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সকাল থেকে 46,46-A, 46-B এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করবে। যাত্রীদের হয়রানির শিকার হতে হবে না।প্রসঙ্গত গত দু’দিন ধরে এই সব রুটের বাস বন্ধ ছিল। অভিযোগ ছিল নেতার দাদাগিরিতে বাস চলাচল বন্ধ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus route: দীর্ঘ দিন ৪৬ নম্বর রুটে বন্ধ ছিল বাস পরিষেবা, হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা! অবশেষে শুরু বাস চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল