আরও পড়ুন: বিরাট ঘোষণা, সিকিম-উত্তরবঙ্গ যাওয়া এখন আরও সহজ! শিয়ালদহ থেকে চালু হচ্ছে নতুন ট্রেন
জানা গিয়েছে, এই রুটের একাংশের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও সিন্ডিকেট সদস্যরা। ফলে চলতি সপ্তাহের বুধবার থেকে এই রুটের অধিকাংশ বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বাসমালিক ও সিন্ডিকেট মেম্বারদের তরফে বাস চালক ও কর্মীদের বিরুদ্ধেই এর দায় চাপানো হয়েছে। মালিকদের একটি অংশ বাস পরিষেবা দিতে প্রস্তুত। এমনকি বেশ কয়েকটি বাস এই রুটে চলছেও। সিন্ডিকেটের একাংশের দাবি, এই রুটে কোনও বাস পরিষেবা কোনও মতেই বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে বাস চালকও শ্রমিকদের অতিরিক্ত দাবি-সহ হুমকি ও চাপ সৃষ্টি করার বিষয়টিকেও সামনে আনছেন তারা।
advertisement
অপর দিকে, বাসচালক ও কর্মীদের তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বাস মালিকদের হয়ে কাজ করলেও মেডিকেল থেকে বোনাস কোন কিছুই ঠিক মতো পান না তারা। নিজেদের দাবি-দাওয়া মালিকপক্ষকে জানাতে গেলে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ভয় দেখিয়ে পুরনোদের বদলে নতুন কর্মী নিয়োগও চলছে। তাই এই সবের প্রতিবাদেই বাস চালক ও কর্মীরা একত্রিত হয়ে মালিক পক্ষের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু এরই জেরে হয়রানির শিকার হতে হচ্ছিল এই রুটে চলাচল করা যাত্রীদের।
পরিবহণমন্ত্রী ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। সেই আলোচনা ফলপ্রসূ হয়। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সকাল থেকে 46,46-A, 46-B এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করবে। যাত্রীদের হয়রানির শিকার হতে হবে না।প্রসঙ্গত গত দু’দিন ধরে এই সব রুটের বাস বন্ধ ছিল। অভিযোগ ছিল নেতার দাদাগিরিতে বাস চলাচল বন্ধ।