TRENDING:

পরিবারের সদস্যকে বেঁধে লুঠপাট, লিলুয়ায় ব্যবসায়ীর বাড়িতে কয়েক লক্ষ টাকা ও গয়না লুঠ

Last Updated:

লিলুয়ার বিড়াডিঙিতে ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট। রবিবার গভীর রাতে ছজনের একটি দল ব্যবসায়ী সুভাষ বারুইয়ের বাড়িতে হানা দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিলুয়া: লিলুয়ার বিড়াডিঙিতে ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট। রবিবার গভীর রাতে ছজনের একটি দল ব্যবসায়ী সুভাষ বারুইয়ের বাড়িতে হানা দেয়। দুষ্কৃতীরা নগদ ১০ লক্ষ ৬৮ হাজার টাকা ও গয়না লুঠ করেছে বলে দাবি। ঘটনার পিছনে পরিচিত কেউ জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
advertisement

হাওড়ার লিলুয়ার বিড়াডিঙির বাসিন্দা ব্যবসায়ী সুভাষ বারুই। স্ত্রীকে নিয়ে বেড়াতে শহরের বাইরে গিয়েছিলেন তিনি। রবিবার বাড়িতে একাই ছিলেন তাঁর জামাই বীরেন চৌধুরী। দুদিন আগে একটি জমি বিক্রির নগদ ১০ লক্ষ ৬৮ হাজার টাকা রাখা ছিল বাড়িতে।

গভীর রাতে বাড়ির দরজা ধাক্কা দেয় ছজন দুষ্কৃতী। বীরেন দরজা খুলতেই ধারালো অস্ত্র দিয়ে ঠেলে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে তারা। বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়। গামছা দিয়ে বীরেনের চোখ বেঁধে দেওয়া হয়। তাঁর কাছে আলমারির চাবি চায় দুষ্কৃতীরা। চাবি না দেওয়ায় তাঁকে মারধর করে, বেঁধে রাখা হয়। এরপর চাবি হাতিয়ে চলে লুঠপাট। ১০ লক্ষ ৬৮ হাজার টাকা ভরতি ব্যাগ ও গয়না লুঠ করা হয় বলে অভিযোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সোমবার সকালে বীরেনবাবুর গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে বন্ধ দরজা খুলে তাঁকে উদ্ধার করেন প্রতিবেশীরা। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। জমি বিক্রির টাকা বাড়িতে রয়েছে, তা বাইরের কারোর জানা প্রায় অসম্ভব। তাই পরিচিত কেউ ডাকাতির সঙ্গে যুক্ত বলে অনুমান করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিবারের সদস্যকে বেঁধে লুঠপাট, লিলুয়ায় ব্যবসায়ীর বাড়িতে কয়েক লক্ষ টাকা ও গয়না লুঠ