আরও পড়ুন: সপ্তম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতায়, অন্য কোন জেলায় কত?
২৫ মে, শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ রয়েছে রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে। শনিবার ভোট থাকার কারণে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিশেষ ভাবে চিন্তিত নবান্ন। সব জায়গায় বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ দল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব এ দিন নির্দেশ দেন, ঝড়ে গাছ পড়ে গেলে সঙ্গে সঙ্গে গাছ কাটার ব্যবস্থা যাতে হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে জল জমলে ভোটারদের ভোট দিতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পাম্পের ব্যবস্থা-সহ সব রকম পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে, বিদ্যুৎ দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে জেলাশাসকদের, নির্দেশ মুখ্যসচিবের। যেখানে যেখানে ভোট রয়েছে তার প্রতিটি জায়গায় বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখতে হবে, প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে হবে, জেলাশাসকদের এই মর্মে নির্দেশ মুখ্যসচিবের।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে রিমল, ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি বৈঠক নবান্নে
নবান্ন সূত্রে খবর, প্রাকৃতিক দূর্যোগ এর কারণে কোনো ভোটার ভোট দিতে না পারার অভিযোগ কন্ট্রোল রুমে জানায় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের পর্যাপ্ত ত্রিপল, শুকনো খাবারের ব্যাবস্থা করারও নির্দেশ দেন মুখ্যসচিব।
পাশাপাশি, পর্যটকদের নিয়েও চিন্তিত নবান্ন। দিঘা, মন্দারমণির মতো উপকূলের অঞ্চলে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে নবান্ন। বজ্রপাতে যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তার জন্য নিয়মিত প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। এদিনের বৈঠকে প্রাকৃতিক দূর্যোগ নিয়ে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের বিশেষ ভাবে সতর্ক করেন মুখ্যসচিব।