ঘুর্ণিঝড় বুলবুল তছনছ করে দিয়ে গিয়েছে সবকিছু। এক সপ্তাহ পরও বেসামাল পরিস্থিতি। এরমধ্যেই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ হাসনাবাদের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। একে বৃষ্টির জমা জল। তার উপর ঝড়ে উড়ে আসা গাছ ও গাছের পাতা পুকুরে পড়ে, পচে দূষণ ছড়াচ্ছে। বাড়ছে মশার উপদ্রব। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ।
advertisement
এদিকে, শনিবার হাবড়ার মহিষা মছলন্দপুরে ফের জ্বরে মৃত্যু হল এক মহিলার। সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন সাকেরা সরদার। হাবড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যান। শুক্রবার ফের জ্বর আসে তাঁর। হাবড়া হাসপাতালে ভরতি করার পরই মৃত্যু হয় তাঁর।
ত্রাণ বিলির পাশাপাশি এলাকা পরিস্কারের দাবি জোরদার হচ্ছে এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের দাবি, কাজ হচ্ছে। তবে বুলবুল এত বিশাল এলাকা জুড়ে ধংলসীলা চালিয়েছে, যে কর্মীর অভাবে কাজের গতি কমছে।