TRENDING:

গ্যাসের ভর্তুকি ঢুকবে বলে ফোন, ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিল প্রতারকরা

Last Updated:

Cyber Crime: ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা : মন্তেশ্বরের খণ্ডঘোষের পর আবার কালনা। ফের গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল।গ্যাসের ভর্তুকির টাকা পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

গ্যাসের ভর্তুকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওটিপি জেনে কালনার এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এই প্রতারণার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তি এই ঘটনার কথা উল্লেখ করেন ব্যাঙ্ক ও কালনা থানার বুলবুলিতলা ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন। পুলিস তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন :  ব্যস্ততা তুঙ্গে মৃ‍ৎশিল্পীদের, পুরোদমে চলছে সরস্বতী মূর্তি তৈরির কাজ

advertisement

জানা গিয়েছে,কালনা থানার সিমলন গ্রামের বাসিন্দা গোপাল দাস সোমবার এক প্রতিবেশীর দেহ সৎকার করতে গিয়েছিলেন। তাঁর মোবাইলটি বাড়িতে রেখে যান। দুপুর দেড়টা নাগাদ তাঁর স্ত্রী টুম্পা দাসের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, গ্যাস অফিস থেকে বলছি। আপনাদের গ্যাসের ভর্তুকি ঢুকবে। গ্যাসের বইয়ের একটি নির্দিষ্ট নম্বর আছে সেটি জানান। টুম্পাদেবী গ্যাসের বইয়ে থাকা নম্বরটি জানিয়ে দেন। এরপরই একটি ওটিপি নম্বর এলে ফোনের অপরপ্রান্ত থেকে তা জানতে চাওয়া হয়। তা জানিয়ে দেওয়ার পরেই ফোনে মেসেজ আসে অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

advertisement

কয়েক দিন আগে ফোনে পাঠানো ওটিপি জেনে কালনা শহরের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। মন্তেশ্বর এলাকাতেও একই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন :  পড়ুয়াদের সুরক্ষায় বিশেষ নজর! স্কুলবাসগুলির ফিটনেস সার্টিফিকেট আছে তো! চিঠি পাঠাল জেলা পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

জেলা পুলিশে তদন্তকারী অফিসাররা বলছেন, প্রতারকরা টাকা হাতানোর জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। এখন তারা গ্যাসের ভর্তুকি পাইয়ে দেবার নাম করে অনেকের সঙ্গেই প্রতারণা করছে। জেলার অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। অপরিচিত কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়ার জন্য বারবার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সত্ব কিছু কিছু মানুষ তাদের প্রতারণার পা দিচ্ছেন। এই প্রতারণা চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্যাসের ভর্তুকি ঢুকবে বলে ফোন, ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিল প্রতারকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল