গ্যাসের ভর্তুকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওটিপি জেনে কালনার এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এই প্রতারণার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তি এই ঘটনার কথা উল্লেখ করেন ব্যাঙ্ক ও কালনা থানার বুলবুলিতলা ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন। পুলিস তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের, পুরোদমে চলছে সরস্বতী মূর্তি তৈরির কাজ
advertisement
জানা গিয়েছে,কালনা থানার সিমলন গ্রামের বাসিন্দা গোপাল দাস সোমবার এক প্রতিবেশীর দেহ সৎকার করতে গিয়েছিলেন। তাঁর মোবাইলটি বাড়িতে রেখে যান। দুপুর দেড়টা নাগাদ তাঁর স্ত্রী টুম্পা দাসের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, গ্যাস অফিস থেকে বলছি। আপনাদের গ্যাসের ভর্তুকি ঢুকবে। গ্যাসের বইয়ের একটি নির্দিষ্ট নম্বর আছে সেটি জানান। টুম্পাদেবী গ্যাসের বইয়ে থাকা নম্বরটি জানিয়ে দেন। এরপরই একটি ওটিপি নম্বর এলে ফোনের অপরপ্রান্ত থেকে তা জানতে চাওয়া হয়। তা জানিয়ে দেওয়ার পরেই ফোনে মেসেজ আসে অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
কয়েক দিন আগে ফোনে পাঠানো ওটিপি জেনে কালনা শহরের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। মন্তেশ্বর এলাকাতেও একই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : পড়ুয়াদের সুরক্ষায় বিশেষ নজর! স্কুলবাসগুলির ফিটনেস সার্টিফিকেট আছে তো! চিঠি পাঠাল জেলা পুলিশ
জেলা পুলিশে তদন্তকারী অফিসাররা বলছেন, প্রতারকরা টাকা হাতানোর জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। এখন তারা গ্যাসের ভর্তুকি পাইয়ে দেবার নাম করে অনেকের সঙ্গেই প্রতারণা করছে। জেলার অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। অপরিচিত কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়ার জন্য বারবার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সত্ব কিছু কিছু মানুষ তাদের প্রতারণার পা দিচ্ছেন। এই প্রতারণা চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।