TRENDING:

Cyber Fraud: চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম

Last Updated:

Cyber Fraud: অনলাইন শপিং করতে গিয়ে সাইবার প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। তাই সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: অনলাইনে জিনিস বুকিংয়ের নামে প্রতারণার শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এখন অনলাইন শপিংয়ের উপরই জোর দেন অধিকাংশ মানুষ। প্রিয়জনকে উপহার পাঠানোর ক্ষেত্রেও অনলাইন কেনাকাটার প্রবণতা বেড়েছে। বাড়িতে বসেই জিনিস পছন্দ করে অনলাইন পেমেন্ট করে দিলেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে জিনিস। কিন্তু, অনলাইন শপিং করতে গিয়ে সাইবার প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। তাই সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
advertisement

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইন শপিংয়ের সময় অনেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন। সেই সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দিতে হয়। সেই সময় অনেক প্ল্যাটফর্মই ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সেভ করার অপশন আসে। এই অপশনে ক্লিক করলে পরেরবার অনলাইন শপিং করার সময় আর ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে হয় না। কিন্তু, এই সুবিধা-ই আপনার জন্যও সমস্যা হয়ে উঠতে পারে। যদি ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে হ্যাকাররা আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য হাতিয়ে নিতে পারে এবং সেটি ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিতে পারে।

advertisement

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! আগামী কয়েকঘণ্টায় তোলপাড়, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বিরাট আপডেট

নবগ্রামের বাগমারা এলাকার এক বাসিন্দা। ৫১ হাজার ১০০ টাকা প্রতারণা করা হয় তার কাছ থেকে। থানার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় সেই অর্থও ফেরত পাওয়া গেছে। আপনার অর্থ চলে গেলে কীভাবে ফেরৎ পাবেন মেনে চলুন বেশ কিছু নিয়ম ও পদ্ধতি। যদি অনলাইনে সস্তায় কোনও জিনিস বিক্রির অফার দিয়ে মেসেজ আসে, সেই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। যদি ভুলবশত ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার-প্যান তথ্য দেবেন না।

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শুক্রের রাজকীয় চালে নভেম্বরেই ‘মালামাল’ ৩ রাশি, ধন-সম্পদ অঢেল টাকার ফোয়ারা, রাজার হালে সুখ

সাইবার প্রতারণার শিকার হলে কী করবেন?

যদি কোনওভাবে সাইবার প্রতারকদের খপ্পড়ে পড়েন, বুঝতে পারার সঙ্গে সঙ্গেই ভারত সরকারের হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করুন। অথবা সরকারি ওয়েবসাইট http://cybercrime.gov.in -এ গিয়ে অভিযোগ জানান।পুলিশ সূত্রে জানা গেছে, লোন দেওয়ার নাম করে প্রতারিত হন নবগ্রামের বানিয়াপাড়া এলাকার ভরত চন্দ্র দাস। তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা প্রতারণা করা হয়। ঘটনাটি নবগ্রাম থানায় অভিযোগ জানানো হলে, থানার তৎপরতায় ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সহযোগিতায় সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অন্যদিকে, অনলাইনে মাল বুকিংয়ের নামে প্রতারণার শিকার হন নবগ্রামের বাগমারা এলাকার এক বাসিন্দা। ৫১ হাজার ১০০ টাকা প্রতারণা করা হয় তার কাছ থেকে। থানার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় সেই অর্থও ফেরত পাওয়া গেছে। এছাড়াও, নবগ্রামের পণ্ডি এলাকার বাসিন্দা জসিম শেখ ভুল ট্রানজেকশনের কারণে প্রায় ৬০ হাজার টাকা হারিয়েছিলেন। অভিযোগের পর নবগ্রাম থানার উদ্যোগে সেই অর্থও সফলভাবে ফেরত দেওয়া হয়েছে বলে জানান প্রাপক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Fraud: চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল