TRENDING:

Agriculture News: হারিয়ে ‌যাওয়া বীজের চাষ ! সুন্দরবনে কৃষকদের পাশে সংস্থা

Last Updated:

সুন্দরবনে  লবন সহনশীল বিকল্প চাষে কৃষকদের পাশে এগিয়ে এলকয়েকটি সংস্থা। হারিয়ে যাওয়া বিভিন্ন বীজের ১০ রকম প্রজাতির বীজ নিয়ে পরীক্ষা মূলক চাষের কাজ চলছে সুন্দরবনের কুলতলি ও বাসন্তী ব্লকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে  লবন সহনশীল বিকল্প চাষে কৃষকদের পাশে এগিয়ে এলকয়েকটি সংস্থা। হারিয়ে যাওয়া বিভিন্ন বীজের ১০ রকম প্রজাতির বীজ নিয়ে পরীক্ষা মূলক চাষের কাজ চলছে সুন্দরবনের কুলতলি ও বাসন্তী ব্লকে।আর এই ১০ রকম প্রজাতির মধ্যে কোন কোন প্রজাতির চাষ সুন্দরবনে ভালহতে পারে তা নিয়ে পরীক্ষা মূলক কাজ ও শুরু করেছে নিমপীঠ ও একটি সংস্থা ।তাঁরা হায়দ্রাবাদের ওয়াসান নামে একটি সংস্থা ও বাসন্তীর একটি মহিলা সোসাইটির সহায়তায় এই কাজ শুরু করেছে সুন্দরবনের দুটি ব্লকে ।আর এই সংস্থাগুলির উদ্যোগে সুন্দরবনের কুলতলি ব্লকের মৈপীঠ ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পূর্ব মধ্য গুড়গুড়িয়ার বহমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ৫০ জন কৃষকদের নিয়ে হারিয়ে ‌যাওয়া বীজের ওপর একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল। যাতে সুন্দরবনের বাসন্তী ও কুলতলি ব্লক থেকে বহু পুরুষ ও মহিলা কৃষক অংশ নেন। এদিন এই শিবিরে এই বিষয়ে কৃষকদের কাছে বিস্তারিত আলোকপাত করেন নরেন্দ্রপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি শস্য বিশেষজ্ঞ, গবেষক হায়দ্রাবাদের ওয়াসন সংস্থার সদস্য , নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশনের সদস্য, সহ আরওঅনেকে।
advertisement

আরও পড়ুন:  টানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিরা

এদিন এই চাষ কিভাবে করতে হবে, কি ভাবে মাটির যত্ন নিতে হবে,কতটা পরিমাণ জৈব সার দিতে হবে,রোগ পোকার হাত থেকে কিভাবে ফসল কে রক্ষা করতে হবে তাঁর ওপর বিশদে আলোচনা করা হয়।তা ছাড়া এদিন এই এলাকায় নটে শাকের জমিতে গিয়ে কৃষকরা কোন প্রজাতির নটে শাকের গ্রোথ এসেছে অর্থাৎ কোন প্রজাতির নটে শাকের চাষ এই এলাকায় করা উচিত তাঁর ওপর তাদের অভিমত প্রকাশ করেন।চিহ্নিত করেন সেই সব গাছ কে।এব্যাপারে এদিন কৃষি বিশেষজ্ঞ বলেন,গুরুত্বহীন হয়ে যাওয়া এই ধরনের চাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়াতে এবং নটে শাকের প্রতি কৃষকদের আরওবেশি করে সচেতন করতে হাতে কলমে একটি প্রশিক্ষন শিবির হয়ে গেল।

advertisement

আরও পড়ুন:  ক্যানিং শহরে রাতভর পুলিশের টহলদারি

সম্পূর্ণ জৈব উপায়ে এই চাষ করা হচ্ছে বলে এদিন জানালেন লোকমাতা রানী রাসমণি মিশনের সদস্য ।তিনি বলেন, আমি আমার জমিতে হারিয়ে যাওয়া এই নটে শাকের ১০ রকম প্রজাতির চাষ করেছি। কিছু গাছে অতিরিক্ত বৃষ্টিতে রোগপোকার আক্রমন হয়েছে।তবে রোগ পোকার হাত থেকে নটে শাকের ফলন বাঁচাতে ও এই ধরনের চাষকে ব্যবসায়িক ভাবে চাষ করে কত বেশি মুনাফা আসতে পারে সে দিকে নজর দেওয়া হচ্ছে।লবণ সহন শীল সুন্দরবনে বিকল্প এই চাষের মাধ্যমে কর্মসংস্থান আরও মজবুত হতে পারে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: হারিয়ে ‌যাওয়া বীজের চাষ ! সুন্দরবনে কৃষকদের পাশে সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল