আরও পড়ুন: টানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিরা
এদিন এই চাষ কিভাবে করতে হবে, কি ভাবে মাটির যত্ন নিতে হবে,কতটা পরিমাণ জৈব সার দিতে হবে,রোগ পোকার হাত থেকে কিভাবে ফসল কে রক্ষা করতে হবে তাঁর ওপর বিশদে আলোচনা করা হয়।তা ছাড়া এদিন এই এলাকায় নটে শাকের জমিতে গিয়ে কৃষকরা কোন প্রজাতির নটে শাকের গ্রোথ এসেছে অর্থাৎ কোন প্রজাতির নটে শাকের চাষ এই এলাকায় করা উচিত তাঁর ওপর তাদের অভিমত প্রকাশ করেন।চিহ্নিত করেন সেই সব গাছ কে।এব্যাপারে এদিন কৃষি বিশেষজ্ঞ বলেন,গুরুত্বহীন হয়ে যাওয়া এই ধরনের চাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়াতে এবং নটে শাকের প্রতি কৃষকদের আরওবেশি করে সচেতন করতে হাতে কলমে একটি প্রশিক্ষন শিবির হয়ে গেল।
advertisement
আরও পড়ুন: ক্যানিং শহরে রাতভর পুলিশের টহলদারি
সম্পূর্ণ জৈব উপায়ে এই চাষ করা হচ্ছে বলে এদিন জানালেন লোকমাতা রানী রাসমণি মিশনের সদস্য ।তিনি বলেন, আমি আমার জমিতে হারিয়ে যাওয়া এই নটে শাকের ১০ রকম প্রজাতির চাষ করেছি। কিছু গাছে অতিরিক্ত বৃষ্টিতে রোগপোকার আক্রমন হয়েছে।তবে রোগ পোকার হাত থেকে নটে শাকের ফলন বাঁচাতে ও এই ধরনের চাষকে ব্যবসায়িক ভাবে চাষ করে কত বেশি মুনাফা আসতে পারে সে দিকে নজর দেওয়া হচ্ছে।লবণ সহন শীল সুন্দরবনে বিকল্প এই চাষের মাধ্যমে কর্মসংস্থান আরও মজবুত হতে পারে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা