পুরুলিয়া জেলায় চাষ বলতে শুধু ধান হয়। তাও আবার বছরে একবার। এই জেলায় নদনদী কম। সেচের ব্যবস্থাও তেমন নেই। তাই জেলার কৃষকদের বৃষ্টির ওপরই ভরসা করতে হয়। এ বছর বাংলায় বর্ষা এসে গেলেও, মৌসুমি বায়ু দুর্বল থাকায় বৃষ্টি হচ্ছে না। এদিকে পুরুলিয়ায় এটাই চাষের মরশুম। বৃষ্টি না হওয়ায় বীজ তলার কাজে হাত দিতে পারেননি কৃষকরা। ধানের চারা জমিতেই মরতে বসেছে। এভাবে চলতে থাকলে বড়সড় ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।
advertisement
আকাশের দিকে তাকিয়ে কৃষকরা। যদিও জেলার উপ কৃষি আধিকারিক জানিয়েছেন দিন পনেরোর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে সমস্যা হওয়ার কথা নয়। কৃষি আধিকারিকের কথায় আশায় বুক বাঁধছেন কৃষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2018 8:33 PM IST