আরও পড়ুনঃ গল্ফ গ্রিনে রহস্যজনক মৃত্যুতে আরও পাকাচ্ছে জট, ধৃত ১! তাজ্জব পুলিশও
অভিযুক্তের নাম হাবিবুল্লাহ গাজী দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় কাশীপুরের বাসিন্দা। পুলিশ এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চুরির ঘটনা জানতে পারে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া ৬ টি মোবাইল ফোনও উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে একটি বড়সড় মোবাইল চোরেদের চক্র গোটা বিধাননগর এলাকায় কাজ করছে। এরা মূলত লেকটাউন এলাকায় একাধিক ঘটনা ঘটিয়েছে। আগে থেকেই তাঁরা নির্দিষ্ট দোকানের উপর নজর রাখত।
advertisement
শুধু তাই নয়, দোকানের কর্মচারীদের গতিবিধিও নজর রাখত। যখনই দোকানের কর্মচারীরা বাইরে যেত কোন জিনিস আনতে এই সুযোগেই দোকানে ঢুকে এইভাবে চুরির ঘটনা ঘটাতো। ইতিমধ্যেই লেকটাউন থানার পুলিশ আজ অভিযুক্ত হাবিবুল্লাহ গাজীকে বিধাননগর আদালতে পেশ করছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে। কারণ পুলিশের দাবি বড়সড় যে চক্র কাজ করছে তাদের খোঁজ পেতেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ইতিমধ্যেই পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বিভিন্ন এলাকায়।