‘আমি থানার বড়বাবু বলছি। সোনার গহনা নিয়ে বেরোবেন না। আপনি খুলে দিন।’ প্যাকেটে করে আপনাকে দিয়ে দিচ্ছি এই বলেই হাতের বালা গলার চেন নিয়ে চম্পট দিলেন ভুয়ো থানার বড়বাবু। বারাসত ৩০ নাম্বার ওয়ার্ডে এক ৭৮ বছরের বৃদ্ধা পাড়ার মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে একজন আচমকা এসে তাঁর গায়ের গয়না খুলতে বলেন। বারাসত থানার বড়বাবু পরিচয় দিয়ে বলেন এইভাবে গায়ে গয়না পরে ঘুরছেন কালীপুজোর মুখে যে কোনও সময় ছিনতাই হয়ে যেতে পারে।’
advertisement
ভদ্রমহিলা ঘাবড়ে গেলে পাশে আর একজন ভদ্রলোক গলায় সোনার চেন পরে সামনে আসেন। পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি তাঁকে ধমক দেন তাঁকে খুলতে বাধ্য করেন। সেই ব্যক্তি ও ছিনতাইবাজ বলে জানা গিয়েছে। তাঁর সোনার চেন খামের মধ্যে করে তার পকেটে দিয়ে দেন। তারপর ওই মহিলা ভদ্রলোককে দেখে হাতের বালা ও গলার চেন খুলে দেন। তাঁকেও খামবন্দি গয়না গুলো ব্যাগের মধ্যে ভরে দিয়েছেন।
কিন্তু কিছুক্ষণ পরে তিনি খাম খুলে দেখেন তার মধ্যে গয়না নেই অন্য জিনিস ভরা আছে। আর ওই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি এবং সামনে আসা সোনার চেন পরে আসা আচমকা ব্যক্তি দুজনেই চম্পট দিয়েছে। বারাসত থানায় গিয়ে পকেটমারির অভিযোগ করেন। প্রায় ৩৬ গ্রাম সোনা খোওয়া গিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বারাসত থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।