আরও পড়ুনঃ দীর্ঘদিনের ব্যথার কারণ কী? স্লিপ ডিস্ক ও সায়াটিকার ফারাক বুঝিয়ে দিলেন চিকিৎসক
খড়গপুর-হাওড়া জাতীয় সড়কে সিদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোর করে ৮ জন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপহরণ করে চম্পট দেয়। পাঁশকুড়া থানার পুলিশ সেই খবর দ্রুত জেলা পুলিশকে জানায়। তৎক্ষণাৎ নাকা চেকিং শুরু করে। তমলুক থানার পুলিশ তমলুকের নিমতৌড়িতে তাদের পথ আটকায়। গাড়িতে থাকা আট দুষ্কৃতিকে আটক করে গ্রেফতার করে। সোনার দোকানের কর্মচারী সৌমেন পাত্রকে উদ্ধারও করে।
advertisement
পরে ওই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন পাত্র নামে এক সোনা দোকানের কারিগর। অভিযোগ, কিছু সোনা চুরি করে নিয়ে এসেছে। সম্ভবত সেই কারণেই দুষ্কৃতীরা তাকে অপহরণ করার চেষ্টা করা হয় বলে ধারণা। তাকে অপহরণ করে পূর্ব বর্ধমানের খন্ডঘোষে নিয়ে যাবার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের বলে খবর। সোমবার ধৃত দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাতদিনের রিমাইন্ড চেয়েছে। জানা গেছে, অপহৃত সোনা দোকানের কারিগর সৌমেন পাত্রর বাড়ি ডেবরায়।
