তদন্তে পুলিশ জানতে পারে হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় দে। সে বেলঘরিয়ার বাসিন্দা। পুলিশ তদন্ত নেমে ফোনের টাওয়ার লোকেশন করে জানতে পারে দমদম থানা এলাকার এম এম ঘোষ রোডের একটি জায়গায় সে রয়েছে। এরপরই পুলিশ সেখানে হানা দেয় এবং মৃত্যুঞ্জয় দে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এই ব্যক্তি একাধিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।
advertisement
এর আগে বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছে। পরবর্তীতে লেকটাউন থানার পুলিশ তার সেই ফ্ল্যাটে হানা দিয়ে বিমানবন্দরে চাকরি দেওয়ার একাধিক ফর্ম থেকে শুরু করে বিভিন্ন নথি উদ্ধার স্ট্যাম্প উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে একাধিক ব্যক্তির থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলত সে। এইভাবে এছাড়া বিমানবন্দরের একাধিক পাস উদ্ধার হয়েছে।
আরও পড়ুন, মুহূর্তেই আবহাওয়ার বদল, আষাঢ়ের শুরুতে স্বস্তির বৃষ্টি… সকাল থেকে ভাসছে কলকাতা
আরও পড়ুন, নিখোঁজ থাকার ১ দিন পর বাড়ির কাছে বন্ধ গাড়িতে উদ্ধার ৩ শিশুর দেহ,চাঞ্চল্য তীব্র
জানা গিয়েছে, এদিন অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। সূত্রের খবর, পুলিশ হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারীরা। সন্দেহ করা হচ্ছে, আরও অনেকে ওই ব্যক্তির প্রতারণা চক্রের শিকার হয়েছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
