স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির এক যুবকের সঙ্গে মৃতের স্ত্রী পরকীয়ায় জড়িত। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলত। গত রাতেও স্থানীয় বাসিন্দারা স্বামী-স্ত্রী ঝগড়ার শব্দ শুনতে পান। আজ সকালে প্রতিবেশীরা দেখতে পান ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে পরিতোষ অধিকারীর দেহ।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় তো জেলে, ইডি-র কাছে কে এলেন? নাম শুনে চমকে যাবেন নেতা নিজেও
advertisement
তখনও মৃতের মুখ দিয়ে রক্ত পড়ছে। স্ত্রী পরিকল্পনামাফিক স্বামীকে খুন করেছে, এই অভিযোগে উত্তেজিত প্রতিবেশীরা মৃতের স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: পোশাকে প্রতিবাদ! শাহী সফরের দিনেই ‘বিশেষ’ শাড়িতে বিধানসভায় মমতা
বসিরহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বামীকে খুনের অভিযোগ অস্বীকার করেছে মৃতের স্ত্রী।