পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধুর নাম আজমীরা খাতুন(৩২)। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ১১ আগে ধুলিয়ানের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামের আজমিরা খাতুন নামে ওই যুবতীর। যদিও বেশ কিছুদিন পর মনোমালিন্য হয় এক সন্তান নিয়েই বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বর্তমানে ১০ বছরের সন্তান রয়েছে আজমিরা খাতুনের।
advertisement
কিন্তু দিন দশেক আগেই আজমিরা খাতুনের দ্বিতীয় বিয়ে হয় ইছাখালী গ্রামের রফিকুল ইসলামের। হঠাৎই কোনও কারণ ছাড়াই মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বাড়ি থেকে। মৃত আজমিরা খাতুনের বোনের অভিযোগ, দিদিকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে জামাইদা।
খুনের কথা প্রকাশ্যে স্বীকার করে হুমকিও করেছে সে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
কেদারনাথ প্রামানিক