আরও পড়ুনঃ ম্যাজিকের মতো বদলে যাবে শেওড়াফুলি স্টেশনের রূপ! কী কী চমক থাকছে দেখে নিন
সূত্র মারফত পুলিশ জানতে পারে চোরের দলটি ওই গাড়িটি নিয়ে পাঁচাল জঙ্গলের দিকে যাচ্ছে জানতে পেরে পেছনে ধাওয়া করে রাধানগর ফাঁড়ি ইনচার্জ মনোরঞ্জন নাগ ও তাঁর দলবল। গাড়িটিকে পেছনে ধাওয়া করে পুলিশ প্রায় দু-কিলোমিটার পর চোরের দল গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে। সেখান থেকে গাড়ি ফেলে তিনজন চোর প্রাণ ভয়ে ছুটতে থাকে জঙ্গলের দিকে এরপরেও ফিল্মি কায়দায় পেছনে ছুটতে থাকে রাধানগর ফাঁড়ি ইনচার্জ ও বেশ কিছু পুলিশ কর্মী।
advertisement
প্রায় দু-কিলোমিটার জঙ্গল পথ চোরের পেছনে ছোটার পর আরও দুই কিলোমিটার কাঁদা ধান জমির ওপর দিয়ে ছুটে একজন চোরকে পাকড়াও করে রাধানগর পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘন্টা খানেকের মধ্যেই আরও দুই চোরের সন্ধান পেয়ে তাদেরকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া গাড়িটি, অভিযুক্তদের নিয়ে আসা হয় রাধানগর ফাঁড়িতে। আজ ওই তিন চোরকে তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে।