TRENDING:

Crime News: সিসিটিভি ফুটেজের কামাল! সিনেমার মত ৪ কিলোমিটার ধাওয়া করে চোর পাকড়াও করল পুলিশ

Last Updated:

Crime News: শুক্রবার গভীর রাতে রাধানগর গ্রামের আরোগ্যপল্লীর বাসিন্দা সুকান্ত হালদারের একটি মারুতি ওমনি ভ্যান চুরি হয়ে যায়। তড়িঘড়ি গাড়ির মালিকের দারস্ত হয় রাধানগর ফাঁড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শুক্রবার গভীর রাতে রাধানগর গ্রামের আরোগ্যপল্লীর বাসিন্দা সুকান্ত হালদারের একটি মারুতি ওমনি ভ্যান চুরি হয়ে যায়। তড়িঘড়ি গাড়ির মালিকের দারস্ত হয় রাধানগর ফাঁড়িতে। তদন্ত শুরু করে রাধানগর ফাঁড়ির পুলিশ। প্রকাশ্যে আসে চুরি যাওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজের ভিডিও, ২৪ ঘণ্টার মধ্যে চুরির কিনারাও করে ফেলল রাধানগর ফাঁড়ির পুলিশ।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

আরও পড়ুনঃ ম্যাজিকের মতো বদলে যাবে শেওড়াফুলি স্টেশনের রূপ! কী কী চমক থাকছে দেখে নিন

সূত্র মারফত পুলিশ জানতে পারে চোরের দলটি ওই গাড়িটি নিয়ে পাঁচাল জঙ্গলের দিকে যাচ্ছে জানতে পেরে পেছনে ধাওয়া করে রাধানগর ফাঁড়ি ইনচার্জ মনোরঞ্জন নাগ ও তাঁর দলবল। গাড়িটিকে পেছনে ধাওয়া করে পুলিশ প্রায় দু-কিলোমিটার পর চোরের দল গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে। সেখান থেকে গাড়ি ফেলে তিনজন চোর প্রাণ ভয়ে ছুটতে থাকে জঙ্গলের দিকে এরপরেও ফিল্মি কায়দায় পেছনে ছুটতে থাকে রাধানগর ফাঁড়ি ইনচার্জ ও বেশ কিছু পুলিশ কর্মী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

প্রায় দু-কিলোমিটার জঙ্গল পথ চোরের পেছনে ছোটার পর আরও দুই কিলোমিটার কাঁদা ধান জমির ওপর দিয়ে ছুটে একজন চোরকে পাকড়াও করে রাধানগর পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘন্টা খানেকের মধ্যেই আরও দুই চোরের সন্ধান পেয়ে তাদেরকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া গাড়িটি, অভিযুক্তদের নিয়ে আসা হয় রাধানগর ফাঁড়িতে। আজ ওই তিন চোরকে তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: সিসিটিভি ফুটেজের কামাল! সিনেমার মত ৪ কিলোমিটার ধাওয়া করে চোর পাকড়াও করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল