ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঘোলা লেনিনগড় অঞ্চলে। খুন করে পালিয়ে যায় যুবক। যুবকের নাম দীপঙ্কর। মসলন্দপুর থেকে এসে ঘোলায় খুন করা হয়েছে বলে অভিযোগ। সঠিক বিচারের দাবিতে প্রতিবাদে সোচ্চার হন এলাকাবাসী ও প্রতিবেশীরা।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘোলা লেনিনগড়ই ব্লকের বাসিন্দা রনজিতের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মসলন্দপুরের বাসিন্দা দীপঙ্করের। বিয়ের পর থেকেই রনজিতের মেয়ের ওপরে ক্রমাগত অত্যাচার চালাত দীপঙ্কর। তারপরই দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ নয়ডা নয়, বিভাস অধিকারীর প্রতারণা চক্রের বীজ বপন শুরু হয় বাংলার এই জায়গা থেকে! চাঞ্চল্যকর তথ্য
কেন ডিভোর্স হল এই নিয়ে দীপঙ্কর মাঝেমাঝেই রনজিতের বাড়িতে এসে হুমকি দিত বলে অভিযোগ। আর তারপরেই রাতের অন্ধকারে ধারাল অস্ত্র নিয়ে এসে রনজিতের উপর ক্রমাগত আঘাত ফেলায় দীপঙ্কর। সেই আঘাতের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রনজিত। স্থানীয় পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নিউ ব্য়ারাকপুর থানার পুলিশ।