আরও পড়ুনঃ বেপরোয়া বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
পুলিশ সূত্রে খবর, গত কয়েকমাস ধরে পুলিশের কাছে খবর আসছিল যে নিউটনের বিভিন্ন রাস্তায় সন্ধ্যার পরে পথ চলতি তরুণীদের শ্লীলতাহানি করত। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি (CCTV) ফুটেজ ক্ষতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। এরপরেই নিউটাউনের বিভিন্ন জায়গায় অভিযুক্তের খোঁজে নজরদারি তল্লাশি চালানো হয়। অবশেষে সূত্র মারফত খবর পেয়ে গতকাল অভিযুক্তকে নিউটাউন বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
advertisement
ধৃতের নাম এমডি শামীম, বিহারের বাসিন্দা নিউটাউন হাতিয়ারা এলাকায় ভাড়া থাকেন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে নিউটাউন এলাকায় একটি বাইকের গ্যারেজে কাজ করতো। কাজ শেষে একটি বাইক নিয়ে বেরিয়ে পড়তো এই অসামাজিক কাজের উদ্দেশ্যে। ধৃত এই ধরণের একাধিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হবে।