TRENDING:

Crime News: টিফিন কিনতে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্র, ঘরে ফিরল না... হলটা কী? শহরে হুলুস্থুল

Last Updated:

Crime News: শেখ সামির ১৩ বছর বয়স সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি রাজারহাট থানা এলাকার রাইগাছি মুন্সি পাড়ার বেলতলায়। গত ১৮ তারিখ সকাল ন'টায় টিফিন আনতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। তারপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজারহাটঃ শেখ সামির ১৩ বছর বয়স সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি রাজারহাট থানা এলাকার রাইগাছি মুন্সি পাড়ার বেলতলায়। গত ১৮ তারিখ সকাল ন’টায় টিফিন আনতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। তারপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করে। পরিবারের লোকেদের অভিযোগ শেখ সামিরকে খুঁজতে পুলিশ যথাযথ উদ্যোগ নিচ্ছে না। তারপর, বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা এলাকার এক যুবককে তাজউদ্দীনকে মারধর করে৷ তাজউদ্দীনের সঙ্গে নাম জড়ায় তাঁর ভায়রাভাই এস কে সিকেন্দারের। এদের দুজনকেই উদ্ধার করেছে রাজরহাট থানার পুলিশ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ রোজ সকালে এক চুমুক! কম্পিউটারের মতো কাজ করবে মাথা, শরীরের সব ক্লান্তি চুটকিতে উধাও

পরিবারের অভিযোগ তাজউদ্দীন এই কাজ করেছে। ১৮ তারিখ ১০০০ টাকা ধার চাইতে এসেছিলেন তাজউদ্দীন। সামিরের মা তাঁকে সেই টাকা দেননি। তারপরেই তাজউদ্দীনের সঙ্গে শেখ সামির টিফিন কিনতে বেরিয়ে যায়৷ সেখান থেকেই আর বাড়ি ফেরেনি শেখ সামির। পরিবারের সন্দেহ যে টাকা ধার না দেওয়ায় তাজউদ্দীন এই কাজ করেছে।

advertisement

আরও পড়ুনঃ টানা ৪০ দিন ব্রেকফাস্টে কলা খেলে কী হবে জানেন? উত্তর জানলে এখনই দোকানে ছুটবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাইগাছি ঘটনায় চোর সন্দেহে দুইজনকে ডিটেন্ট করেছে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ এরা দুজনেই অপহরণের সঙ্গে যুক্ত৷ একজনের নাম তাজউদ্দীন পেশায় রাজমিস্ত্রী, অন্যজন এস কে সিকেন্দার পেশায় ডেলিভারি বয়। সিকেন্দার তাজউদ্দিনের ভায়রাভাই। তাজউদ্দীনকে চোর সন্দেহে মারধর করে এলাকার মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: টিফিন কিনতে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্র, ঘরে ফিরল না... হলটা কী? শহরে হুলুস্থুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল