আরও পড়ুনঃ বিসর্জন ঘাটের পাশে দম্পতিকে লক্ষ্য করে কটুক্তি, গ্রেফতার ২
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রবিবার খুব ভোরে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপেরবাড়ি যাচ্ছিলেন ষাট বছর বয়সী ওই প্রৌঢ়া। রাস্তায় একটি সাঁকোয় বসেছিল দুই মদ্যপ যুবক। তাঁরা ওই মহিলার পথ আটকায়। এরপর তাঁকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে প্রথম একটি বাঁশবাগানে নিয়ে যায়। পরে তারা একটি পুকুর পাড়ে থাকা ঘরের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে ওই পুকুরে যারা মাছ চাষ করতেন তাঁরা ছুটে আসেন। ভয়ে পালিয়ে যায় এক যুবক। অন্যজনকে ধরা পড়ে যায়। পরে পলাতক যুবককেও ধরে ফেলে পুলিশ। ধৃত দুই যুবকের নাম সদানন্দ মালিক ও অর্ঘ্য ধাড়া। ধৃত দুজনকে সোমবার আদালতে তোলা হয়। রবিবারই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে।
advertisement
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘গ্রামেরই ওই বয়স্ক মহিলা দ্বিতীয়ার জন্য পাশের গ্রামে যাচ্ছিলেন। রাস্তায় একটি সাঁকোতে বসে দুই মদ্যপ ওই মহিলাকে একা পেয়ে তাঁকে টানতে টানতে একটি বাঁশ বাগানে ও পাশের একটি পুকুরের পাড়ে একটি চালাঘরে নিয়ে গিয়ে তাঁর উপরে অত্যাচার করে। মহিলার চিৎকারে যারা পুকুর চাষ করছিলেন তাঁরা ছুটে আসেন। মহিলার বয়স আনুমানিক ষাট বছর। ভোরবেলা বাপের বাড়ি যাচ্ছিলেন ভাইফোঁটা দিতে। গত ৬ মাসে মেমারিতে অনেকগুলো এরকম ঘটনা ঘটল। এলাকায় মদ গাঁজার বহু আড্ডা হয়ে গিয়েছে। এটা যদি বন্ধ করা না যায় তাহলে এই দুষ্কর্ম থামবে না। নেশার ঠেক গুঁড়িয়ে দিক পুলিশ।’