উমা দেবী ও তার প্রেমিকের কিছু অন্তরঙ্গ ছবি শুভেন্দুর মোবাইলে পাঠিয়ে তাঁকে মানসিক চাপ সৃষ্টি করা হত। দু-মাস আগেই পারিবারিক অশান্তির পর উমা দেবী তার বাপের বাড়ি চলে যায়। প্রতি রবিবার শুভেন্দু যেতে তাঁর স্ত্রী আর দুই সন্তানের সঙ্গে দেখা করতে। শেষ রবিবারও সেখানে গেলে সোমবার শুভেন্দুর শশুর বাড়ি থেকে হাওড়ার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। শুভেন্দু বাবুর পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
advertisement
তবে, তাঁর স্ত্রীর দাবি তাঁকে শুভেন্দু বাবু মারধর করতেন, সেদিনও করেছেন। তারপর বাড়ির ছাদে গিয়ে আত্মহত্যা করেছেন। গোটা ঘটনার তদন্ত চেয়ে হরিণঘাটা থানায় শুভেন্দুর স্ত্রী ও তার বাপের বাড়ির একাধিক ব্যক্তির বিরুদ্ধে FIR করা হয়েছে। শুভেন্দু বাবুর পরিবারের আরও অভিযোগ উমা দেবীর প্রেমিক লাগাতার হুমকি দিচ্ছে ফোন করে, অভিযোগ দায়ের করলে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।