আরও পড়ুনঃ স্ত্রী-এর প্ল্যানে খুন রাজা রঘুবংশী! দাদার মৃত্যুর পর বোন যা করছে…! চারিদিকে ছি ছি পড়ে গিয়েছে
নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় চায়ের দোকান আছে সোমনাথ পণ্ডার৷ এই দোকানেই রাত্রি ১০টা নাগাদ চা খেতে যান ঐ নার্স৷ এছাড়া সোমনাথ পণ্ডার সাহায্যে তাঁর স্বামীর কাছে টাকা পাঠানোর দরকার ছিল বলেও জানাও নির্যাতিতা৷ তাঁর স্বামী ভিনরাজ্যে কর্মরত৷ দোকানে বসে কথা বলার সময় চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয় বলে দাবি তাঁর ৷ বেহুঁশ হয়ে পড়েন তিনি ৷ বেশ কিছুসময় অচৈতন্য অবস্থায় দোকানেই ছিলেন ৷
advertisement
যখন তাঁর জ্ঞান ফেরে তখন দেখেন তিনি তাঁর শরীরে পোশাক নেই৷ কোনওরকমে পোশান খুঁজে তা পরে রাত্রি আড়াইটা নাগাদ পালিয়ে যান৷ ঘটনাটি তিনি তাঁর পরিবারকে জানান৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগের সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তাঁর গোপন জবানবন্দির আবেদন করা হবে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে ৷