TRENDING:

Narendrapur Rape: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ নার্সকে ধর্ষণ! নরেন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

Narendrapur Rape: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টা৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টির একটি চায়ের দোকানে৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত৷ তাকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টা৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টির একটি চায়ের দোকানে৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত৷ তাকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে৷ দুজনেরই মোবাইল-সহ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক জিনিস ৷ সমস্ত কিছু পরীক্ষা করে দেখছে পুলিশ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ স্ত্রী-এর প্ল‍্যানে খুন রাজা রঘুবংশী! দাদার মৃত‍্যুর পর বোন যা করছে…! চারিদিকে ছি ছি পড়ে গিয়েছে

নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় চায়ের দোকান আছে সোমনাথ পণ্ডার৷ এই দোকানেই রাত্রি ১০টা নাগাদ চা খেতে যান ঐ নার্স৷ এছাড়া সোমনাথ পণ্ডার সাহায্যে তাঁর স্বামীর কাছে টাকা পাঠানোর দরকার ছিল বলেও জানাও নির্যাতিতা৷ তাঁর স্বামী ভিনরাজ্যে কর্মরত৷ দোকানে বসে কথা বলার সময় চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয় বলে দাবি তাঁর ৷ বেহুঁশ হয়ে পড়েন তিনি ৷ বেশ কিছুসময় অচৈতন্য অবস্থায় দোকানেই ছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যখন তাঁর জ্ঞান ফেরে তখন দেখেন তিনি তাঁর শরীরে পোশাক নেই৷ কোনওরকমে পোশান খুঁজে তা পরে রাত্রি আড়াইটা নাগাদ পালিয়ে যান৷ ঘটনাটি তিনি তাঁর পরিবারকে জানান৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগের সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তাঁর গোপন জবানবন্দির আবেদন করা হবে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendrapur Rape: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ নার্সকে ধর্ষণ! নরেন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল