গৃহবধূকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল প্রাক্তন সেনাকর্মী শ্বশুর। হাবড়ার শ্রীনগর শ্মশান মাঠ এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম মুক্তি বিশ্বাস (৪০)। অভিযুক্ত শ্বশুরের নাম গোপাল বিশ্বাস। তাকে গ্রেফতার করেছে হাবড়া থানা।
আরও পড়ুন: জেলে গিয়েও শান্তি নেই, আদালতের এক নির্দেশে মাথায় হাত জ্যোতিপ্রিয়র! হাসছে ইডি
মুক্তির স্বামী ছোট ছেলেকে নিয়ে বাড়িতে মোমবাতি লাগাচ্ছিল। আরও কিছু মোমবাতি প্রয়োজন হওয়ায় তিনি পাশের দোকানে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তার বাবার হাতে দাঁ, আর ঘরে স্ত্রী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।
advertisement
আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন
স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।