TRENDING:

ক্যাচ ধরতে গিয়ে অন্য ফিল্ডারের সঙ্গে সংঘর্ষ, মৃত্যু ক্রিকেটারের

Last Updated:

ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হল ছাত্রের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হল ছাত্রের। মৃতের নাম অভিজিত সাঁতরা (২০)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের কৈয়র গ্রামে।
advertisement

রবিবার বড় গোপীনাথপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে যায় শ্যামসুন্দর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিত। খেলার মাঠে ক্যাচ ধরতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অন্য এক সহ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে অভিজিতের। বুকে আঘাত পাওয়ার পরেই জ্ঞান হারান তিনি  এবং মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সেহরাবাজারের একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করেন। সেখানে নিয়ে গেলে ডাক্তাররা অভিজিতকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনায় স্বাভাবিক ভাবেই গোটা গ্রামে  শোকের ছায়া নেমে এসেছে। অভিজিত পড়াশুনার পাশাপাশি বর্ধমানের একটি ল্যাবে কাজ করতেন বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যাচ ধরতে গিয়ে অন্য ফিল্ডারের সঙ্গে সংঘর্ষ, মৃত্যু ক্রিকেটারের