ঘটনায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন যাত্রী। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনার পরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী থেকে পথ চলতি সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, বনগাঁ বাগদা সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা, বড় বড় গর্তে বর্ষার কারণে আরও ভয়াবহ অবস্থা। ফলে রাস্তার কারণেই এই দুর্ঘটনা।
advertisement
নির্জন বাড়ির মধ্যে রাখা বিলাসবহুল গাড়ি! খুলতেই সর্বনাশ… বেরিয়ে পড়ল ১৪০০ টি ভয়ঙ্কর জিনিস!
রাফাল, F-৩৫, সুখোই সব ফেল! এখন দুনিয়া কাঁপাচ্ছে চিনের ‘অদৃশ্য বুলেট’! ব্রহ্মোসও এর কাছে শিশু!
অতীতেও ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা সংস্কার না হলে, দুর্ঘটনা হতেই থাকবে বলে আশঙ্কা তাদের। বহুবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে উদ্ধার কার্যের পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের সকলেরই চিকিৎসা চলছে হাসপাতালে।
Rudra Narayan Roy