TRENDING:

ধাক্কা মারল গাছে! বাস দুমড়ে মুচড়ে ভয়াবহ দুর্ঘটনা বনগাঁয়! কী পরিণতি ২০ জন যাত্রীর?

Last Updated:

দুর্ঘটনার পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী থেকে পথ চলতি সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, বনগাঁ বাগদা সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা, বড় বড় গর্তে বর্ষার কারণে আরও ভয়াবহ অবস্থা। ফলে রাস্তার কারণেই এই দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দুর্ঘটনার কবলে বনগাঁ বাগদা সড়কে যাত্রীবাহী বাস! গুরুতর আহত একাধিক যাত্রী, ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। এ দিন সীমান্ত শহর বনগাঁয় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বনগাঁ থানার চাঁদা এলাকায় বাগদা থেকে বনগাঁগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা গাছে।
দুর্ঘটনাগ্রস্থ বাস
দুর্ঘটনাগ্রস্থ বাস
advertisement

ঘটনায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন যাত্রী। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে  যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনার পরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী থেকে পথ চলতি সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, বনগাঁ বাগদা সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা, বড় বড় গর্তে বর্ষার কারণে আরও ভয়াবহ অবস্থা। ফলে রাস্তার কারণেই এই দুর্ঘটনা।

advertisement

‘ভাল সিদ্ধান্ত!’ বহু দিন পর ভারতের পিঠ চাপড়ে বাহবা দিলেন ট্রাম্প! দেশের এক পদক্ষেপেই কি বদলাচ্ছে অর্থনীতি?

নির্জন বাড়ির মধ্যে রাখা বিলাসবহুল গাড়ি! খুলতেই সর্বনাশ… বেরিয়ে পড়ল ১৪০০ টি ভয়ঙ্কর জিনিস!

রাফাল, F-৩৫, সুখোই সব ফেল! এখন দুনিয়া কাঁপাচ্ছে চিনের ‘অদৃশ্য বুলেট’! ব্রহ্মোসও এর কাছে শিশু!

advertisement

অতীতেও ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা সংস্কার না হলে, দুর্ঘটনা হতেই থাকবে বলে আশঙ্কা তাদের। বহুবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ।  ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে উদ্ধার কার্যের পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের সকলেরই চিকিৎসা চলছে হাসপাতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধাক্কা মারল গাছে! বাস দুমড়ে মুচড়ে ভয়াবহ দুর্ঘটনা বনগাঁয়! কী পরিণতি ২০ জন যাত্রীর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল