অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধরে করে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শরীরে যাতে রক্তের দাগ না থাকে তার জন্য গায়ের জামা খুলে নেওয়ার অভিযোগও উঠেছে। আহত সিপিআইএম সমর্থক জাকির সরদার। পুলিশ তাকে উদ্ধার করেছে। আহত জাকিরকে জামতলা হাসপাতালে চিকিৎসার করানো হয়। পরে কুলতলি থানায় অভিযোগ করেন জাকির সরদার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: অভিষেকের পর ২৪ ঘণ্টার মধ্যেই… রবিবার তুমুল চমক দেবেন শুভেন্দু! কী করতে চলেছেন?
যদিও তৃণমূলের বিরুদ্ধে অপহরণ করে মারধরের ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের কুলতলির ব্লক সভাপতি পিন্টু প্রধান। তার অভিযোগ, পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং লাগাচ্ছে সিপিআইএম। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
আরও পড়ুন: খড়গপুর আইআইটি-তে মাঝরাতে কমন রুম ‘শেষ’, পড়ে রইল শুধু ছাই! তীব্র আতঙ্ক
এদিকে, কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি মহিলা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার ভাবতা এক নম্বর পঞ্চায়েতে। কংগ্রেস প্রার্থী সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী বাড়িতে বাড়িতে প্রচার করছিলেন। সেই সময় তার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। পারভিন নাসরিনকে বেধড়ক মারধর করে তারা। বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে।