TRENDING:

CPIM: টিউশন পড়ানো পেশা, বাংলার রাজনীতিতে কে এই কনিষ্ঠ CPIM নেতা! চমকে যাচ্ছে সকলে

Last Updated:

CPIM: পঞ্চায়েত ভোটে কিছুটা চমক আনতে এবার একগুচ্ছ নতুন মুখে প্রার্থী করেছে সিপিএম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: আর্থিক অনটনের কাঁটা রয়েছে। বাবার অকাল মৃত্যুর পরেই কাঁধে চেপেছে সংসারের দায়। তাই পড়াশুনার পাশাপাশি করতে হয় টিউশন। মহম্মদবাজারের লোহাপুরের সেই রবি বায়েন এবার সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী। তিনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ পড়াশুনার পাশাপাশি এখন দিনভর ভোট প্রচার চালাচ্ছেন রবি।
advertisement

পঞ্চায়েত ভোটে কিছুটা চমক আনতে এবার একগুচ্ছ নতুন মুখে প্রার্থী করেছে সিপিএম। সেই প্রার্থী তালিকায় অনেকেই রয়েছেন কলেজ পড়ুয়া।

সেরকমই একজন হলেন বীরভূমের মহম্মদ বাজারের লোহাপুর গ্রামের বাসিন্দা রবি বায়েন। তিনি জানান, তাঁর বাবার মৃত্যুর পর পরিবারে আর্থিক অনটন অনেকটাই বেড়ে যায়। পড়াশোনার জন্য এসএফআই এর নেতাদের থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। সেখান থেকেই বছর চারেক আগে তিনি এসএফআই এ যোগদান করেন।

advertisement

আরও পড়ুন: লজ্জার শেষ নেই, প্রণব মুখোপাধ্যায়ের মূর্তির সঙ্গে এ কী ঘটল! তাও আবার মুর্শিদাবাদে

View More

এরপর ২০২১ সালে এসএফআই এর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য হন। তারপর সরাসরি সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন রবি।

তিনি জানান, মানুষের কাছে খুবই ভাল সাড়া পেয়েছেন। তাঁরা শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত।

advertisement

আরও পড়ুন: অনুব্রতর জেলায় তৃণমূলের বিরাট ধামাকা! যা করল শাসক দল, তুঙ্গে জল্পনা

তাঁর দাবি, সকলের জন্য শিক্ষা চায় আর শিক্ষা শেষে কাজ চায়। এই সুর তুলেই বাড়ি বাড়ি যাচ্ছেন রবি। পাশাপাশি এলাকায় জয়লাভ করলে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন গ্রামবাসীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—– Subhadip Pal

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: টিউশন পড়ানো পেশা, বাংলার রাজনীতিতে কে এই কনিষ্ঠ CPIM নেতা! চমকে যাচ্ছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল