TRENDING:

গরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি! নজরে কেষ্টর ভাগ্নে

Last Updated:

Cow Smuggling Case: মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে এসেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর : অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে আজ চড়াও হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন বোলপুর স্টেট ব্যাঙ্কের এক মহিলা আধিকারিক। মূলত এই শিবানী ঘোষ অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের মা। পাশাপাশি শিব শম্ভু-এর রাইস মিল-এর মালিক এই শিবানী ঘোষ। তার বাড়িতেই এবার সিবিআই তল্লাশি।
অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই
অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই
advertisement

মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে এসেছেন। পাশাপাশি আজ বেশ কিছু ব্যাঙ্ক আধিকারিক এবং অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীদের এবং তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। তারা পূর্বপল্লী অস্থায়ী সিবিআই ক্যাম্প অফিসে এসে হাজিরা দিতে পারেন।

advertisement

আরও পড়ুন : বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্ত! ক্রমশ শক্তি বাড়বে! ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তাণ্ডব শুরু করবে

সিবিআই পূর্বপল্লী ক্যাম্প অফিসে এরপরে পৌঁছন নানুরের তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। এই করিম খানের বাড়িতেও গরু পাচার মামলায় আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই, এরপরেই আজ হাজিরা দিতে পৌঁছন আব্দুল করিম খান।

advertisement

সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে তাকে আজ ডেকে বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল সেই সমস্ত নথি না নিয়ে আসায় তিনি আজ কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান কাম্প অফিস থেকে। আগামী দিনে আবারও তাকে আসতে বলা হয়েছে। মূলত তাঁর ব্যাঙ্ক নথি আনতে বলা হয়েছিল তাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইন্দ্রজিৎ রুজ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি! নজরে কেষ্টর ভাগ্নে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল