মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে এসেছেন। পাশাপাশি আজ বেশ কিছু ব্যাঙ্ক আধিকারিক এবং অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীদের এবং তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। তারা পূর্বপল্লী অস্থায়ী সিবিআই ক্যাম্প অফিসে এসে হাজিরা দিতে পারেন।
advertisement
সিবিআই পূর্বপল্লী ক্যাম্প অফিসে এরপরে পৌঁছন নানুরের তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। এই করিম খানের বাড়িতেও গরু পাচার মামলায় আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই, এরপরেই আজ হাজিরা দিতে পৌঁছন আব্দুল করিম খান।
সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে তাকে আজ ডেকে বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল সেই সমস্ত নথি না নিয়ে আসায় তিনি আজ কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান কাম্প অফিস থেকে। আগামী দিনে আবারও তাকে আসতে বলা হয়েছে। মূলত তাঁর ব্যাঙ্ক নথি আনতে বলা হয়েছিল তাকে।
ইন্দ্রজিৎ রুজ