TRENDING:

কলার ভেলায় গরু বাঁধা, বন্যার জলে ভাসিয়ে অবাধে পাচার করা হচ্ছে গরু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বন্যায় নদীর জল বেড়েছে। স্রোতকে কাজে লাগিয়ে নদীপথে গরু পাচারের ছক পাচারকারীদের। সীমান্তবর্তী জেলাগুলো থেকে এভাবে নদীপথে পাচার হচ্ছে গরু। নদীপথে গরু পাচারের ঘটনা সামনে আসার পরই তা রুখতে উদ্যোগী বিএসএফ। নিউজ18 বাংলার বিশেষ প্রতিবেদন।
advertisement

ভেসে যাচ্ছে সার সার গরু। কলাগাছের ভেলায় আষ্ঠেপৃষ্ঠে বাঁধা। ভাসতে ভাসতে ঠিক পৌঁছে যাবে গন্তব্যে। নদীপথ ব্যবহার করে গরু পাচার। চোরাকারবারিদের নতুন কৌশল দেখতে অবাক হতে হয়। এভাবে গরু পাচারের কথা জানতে পারে বিএসএফ। এভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে অবাধে গরু পাচার হচ্ছে বাংলাদেশে। বন্যায় জল বেড়েছে। বাড়তি জল আর স্রোতকে কাজে লাগিয়েই নদীপথে গরু পাচার চলছে।

advertisement

সড়কপথে পাচারের ঝামেলা অনেক। সেসব এড়িয়ে নদীপথ ব্যবহার করাই সুবিধাজনক। সেটাই কাজে লাগিয়েছে পাচারকারীরা ৷ নদীপথে গরু পাচারের জন্য প্রস্তুতিতেও ফাঁক নেই ৷

কলাগাছের ভেলায় গরুদের বাঁধা হয়

হাত, মুখ, পা বেঁধে গরু পাচার হয়

ডুবে যাওয়ার সম্ভাবনা এড়াতে কলাগাছের ব্যবহার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নদীপথে এভাবে গরু পাচারের ঘটনা সামনে আসার পরই সক্রিয় হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। পাচার রুখতে অভিযান শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলার ভেলায় গরু বাঁধা, বন্যার জলে ভাসিয়ে অবাধে পাচার করা হচ্ছে গরু