পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর থানা এলাকার জ্যোতঘনশ্যাম, সেকেন্ডারি, জয় কৃষ্ণপুর, জগন্নাথপুর সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালালো আবগারি দপ্তর। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় চোলাই মদ বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে ঘাটাল মহকুমা প্রশাসক।
পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মহকুমাশাসক এলাকায় এলাকায় চোলাই ঠেকে অভিযান চালিয়েছেন। ঘাটালের মনসুকা, হরিশপুর,সহ একাধিক জায়গায় কয়েকদিনে অভিযান চালানো হয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এলাকায় এলাকায় মহিলাদের নিয়ে সচেতনতা শিবির করছেন চোলাই কারবার বন্ধ করতে। বৃহস্পতিবার ভোররাতে চোলাই মদ তৈরির থেকে অভিযান চালায় আবগারি দপ্তর।ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় চোলাই মদ তৈরির কারখানা। নষ্ট করে দেয়া হয় চোরাই তৈরির কাঁচামাল।
advertisement
আরও পড়ুন-টাকা নিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ভয়ানক অশান্তি, রক্তারক্তি, তারপর...
বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ-সহ মদ তৈরির সরঞ্জাম। জেলা আবগারি দপ্তর ও ঘাটাল আবগারি দপ্তর এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এলাকায় চোলাই মদ তৈরি বন্ধ করতে এভাবেই এলাকায় এলাকায় অভিযান চালাবে আবগারি দপ্তর বলে আবগারি দপ্তরের দাবি।