TRENDING:

সরকারি প্রকল্পে চাল-ডাল সরবরাহে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস

Last Updated:

অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে সরবরাহ করার জন্য বরাদ্দ চাল-ডালে এবার বড়সড় দুর্নীতি সামনে এল । সরবরাহ করা চাল ও ডালের বস্তায় মাত্রাহীন কারচুপির ঘটনা রবিবার সামনে এল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে সরবরাহ করার জন্য বরাদ্দ চাল-ডালে এবার বড়সড় দুর্নীতি সামনে এল । ছয় বছরের কম বয়সী শিশু ও তাঁর মায়েদের যথার্থ পুষ্টির যোগানের জন্য কেন্দ্রের তরফে সরবরাহ করা চাল ও ডালের বস্তায় মাত্রাহীন কারচুপির ঘটনার পর্দাফাঁস হল রবিবার  ৷ বস্তা পিছু সাত থেকে আট কিলো চালে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ ৷ বাজারে মহার্ঘ ডাল, তাই সরকারি প্রকল্পে বরাদ্দ ডালের বস্তা থেকে আড়াই থেকে তিন কিলো ডাল লোপাট করার অভিযোগ অনেকদিন ধরেই করে আসছেন ICDS কর্মীরা ।
advertisement

কারচুপির খবর জানাজানি হতেই আই সি ডি এস-এর চাল ডাল সরবরাহকারী লরি আটক করে বিক্ষোভে সামিল হন বাঁকুড়া ২ নম্বর ব্লকের সানবাঁধা এলাকার মানুষ । বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও । পাচার হওয়া চাল-ডালের বস্তা বোঝাই গাড়িটিকে আটক করা হয়েছে । সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন ।

advertisement

বাঁকুড়া জেলায় বেশিরভাগ ব্লকেই সরকারি প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে চাল ও ডাল সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি বিভিন্ন সংস্থাকে । সম্প্রতি সেই সংস্থাগুলির সরবরাহ করা চাল ও ডালের বস্তায় নির্দিষ্ট পরিমানের তুলনায় কম পরিমাণ চাল ও ডাল থাকার অভিযোগ একাধিকবার তুলেছেন এলাকার আই সি ডি এস কর্মীরা ।

advertisement

ছয় বছরের ছোট শিশু ও তাঁর মায়েদের প্রাথমিক পুষ্টির ঘাটতি পূরণ করতেই এই অঙ্গনওয়ারি প্রকল্প চালু করে সরকার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন বাঁকুড়া দু নম্বর ব্লকের বিভিন্ন আই সি ডি এস কেন্দ্রে চাল ডাল সরবরাহ করার জন্য বেশ কিছু চাল ও ডাল এর বস্তা নিয়ে বের হয় বেসরকারি ওই সরবরাহকারী সংস্থার একটি গাড়ি । বেশ কয়েক জায়গায় সরবরাহ করার পর এলাকার মানুষের নজরে আসে বিষয়টি । সন্দেহ হওয়ায় বস্তা গুলি ওজন করে এলাকার মানুষ দেখেন ৫০ কিলো ওজনের চালের বস্তায় ৮ থেকে ৯ কিলো করে চাল কম রয়েছে । একই অবস্থা ডালের বস্তাতেও । ২৫ কিলো ডালের বস্তায় ৩ থেকে ৪ কিলো ডাল কম রয়েছে । এর পরই এলাকার লোকজন তাড়া করে সানবাঁধা গ্রামের কাছে গাড়িটিকে ধরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে বিডিও ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা চাল ও দালের বস্তাকে ওজন করেন । দেখা যায় গাড়ির প্রতিটি বস্তাতেই চাল ও ডালের পরিমাণ অনেক কম রয়েছে । এর পরই গাড়িটিকে আটক করেন বিডিও ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি প্রকল্পে চাল-ডাল সরবরাহে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল