কারচুপির খবর জানাজানি হতেই আই সি ডি এস-এর চাল ডাল সরবরাহকারী লরি আটক করে বিক্ষোভে সামিল হন বাঁকুড়া ২ নম্বর ব্লকের সানবাঁধা এলাকার মানুষ । বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও । পাচার হওয়া চাল-ডালের বস্তা বোঝাই গাড়িটিকে আটক করা হয়েছে । সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন ।
advertisement
বাঁকুড়া জেলায় বেশিরভাগ ব্লকেই সরকারি প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে চাল ও ডাল সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি বিভিন্ন সংস্থাকে । সম্প্রতি সেই সংস্থাগুলির সরবরাহ করা চাল ও ডালের বস্তায় নির্দিষ্ট পরিমানের তুলনায় কম পরিমাণ চাল ও ডাল থাকার অভিযোগ একাধিকবার তুলেছেন এলাকার আই সি ডি এস কর্মীরা ।
ছয় বছরের ছোট শিশু ও তাঁর মায়েদের প্রাথমিক পুষ্টির ঘাটতি পূরণ করতেই এই অঙ্গনওয়ারি প্রকল্প চালু করে সরকার ৷
এদিন বাঁকুড়া দু নম্বর ব্লকের বিভিন্ন আই সি ডি এস কেন্দ্রে চাল ডাল সরবরাহ করার জন্য বেশ কিছু চাল ও ডাল এর বস্তা নিয়ে বের হয় বেসরকারি ওই সরবরাহকারী সংস্থার একটি গাড়ি । বেশ কয়েক জায়গায় সরবরাহ করার পর এলাকার মানুষের নজরে আসে বিষয়টি । সন্দেহ হওয়ায় বস্তা গুলি ওজন করে এলাকার মানুষ দেখেন ৫০ কিলো ওজনের চালের বস্তায় ৮ থেকে ৯ কিলো করে চাল কম রয়েছে । একই অবস্থা ডালের বস্তাতেও । ২৫ কিলো ডালের বস্তায় ৩ থেকে ৪ কিলো ডাল কম রয়েছে । এর পরই এলাকার লোকজন তাড়া করে সানবাঁধা গ্রামের কাছে গাড়িটিকে ধরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে বিডিও ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা চাল ও দালের বস্তাকে ওজন করেন । দেখা যায় গাড়ির প্রতিটি বস্তাতেই চাল ও ডালের পরিমাণ অনেক কম রয়েছে । এর পরই গাড়িটিকে আটক করেন বিডিও ।