TRENDING:

বেগুনপোড়া তো অনেক খেলেন! এবার খান বেগুনের এই 'পদ', সারবে ঠোঁটের ঘা, ডায়াবেটিস!

Last Updated:

গরম ভাতের সঙ্গে নানারকম ভর্তার জুড়ি মেলা ভার। বেগুনের এই পদ বানাতে সময় লাগে না মোটেই, তবে খেয়ে বলবেন! অসাধারণ। দেখুন রেসিপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনার: গরম ভাতের সঙ্গে নানারকম ভর্তার জুড়ি মেলা ভার। এক বেগুনই ভর্তা করা যায় নানাভাবে। তেমনই একলোভনীয় পদ বেগুন আর টম্যাটো পোড়ার ভর্তা। চলুন জেনে নিন রেসিপি। বেগুন, টম্যাটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো।প্রথমে বেগুন আর টমেটো ধুয়ে মুছে নিন।
advertisement

এবার ছুরির আগা দিয়ে বেগুন আর টম্যাটোর গায়ে একটু দাগ কেটে নিন। গ্যাস বা উনানে বসিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। এবার বাকি উপকরণ কেটে তৈরি করে রাখুন। পোড়া বেগুন আর টম্যাটোর খোসা ছাড়িয়ে নিন।

আরও পড়ুন- ট্যাঙ্কের ‘ঠান্ডা’ জলেই স্নান করছেন শীতে? শরীরে যা হচ্ছে…’অবাক’ করা সত্যি জানালেন চিকিৎসক!

advertisement

এবার একটি বাটিতে পেঁয়াজ, লবণ ও কাঁচা লঙ্কা নিয়ে ভাল করে মাখিয়ে নিন । এরপর ধনেপাতা কুচি ও বেগুন ও টম্যাটো দিয়ে মাখিয়ে নিন। সব শেষে সরষের তেল দিয়ে মাখাতে হবে। ব্যস, হয়ে গেল পোড়া বেগুনের ভর্তা।

আরও পড়ুন- আর ঠিক ২ দিন…! আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! শৈত্যপ্রবাহের মাঝেই ভারী বৃষ্টিতে ‘উথালপাথাল’ হবে কোন ৭ রাজ্য?

advertisement

আরও পড়ুন- সাবধান! ৫টাকার ‘কয়েন’ বাতিল করেছে RBI! আপনার ‘মানিব্যাগে’ নেই তো? বিপদে পড়বেন

গরম ভাতে পরিবেশন করুন। মুলত বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। যা নখের ভঙ্গুরতা রোধ করে। এক থায়, শুষ্ক ত্বকের জন্য বেগুন খুবই উপকারী। ঠোঁটের কোণে ঘা সারাতে, হজম শক্তি বাড়াতে, চুল, নখ এবং ত্বককে মজবুত করতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, মস্তিষ্কের উন্নতি ঘটাতে এমনকি ক্যানসার প্রতিহত করতে এই সবজিটির জুড়ি মেলা ভার। নিয়মিত বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেগুনপোড়া তো অনেক খেলেন! এবার খান বেগুনের এই 'পদ', সারবে ঠোঁটের ঘা, ডায়াবেটিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল