প্রসঙ্গত, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে উত্তেজনা। সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও বেলা বাড়তেই অশান্তিকর পরিস্থিতি শুরু হয়। কোলাঘাট, হেঁড়িয়া-সহ একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল-বিজেপি বচসা ঘিরে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়।
advertisement
হেঁড়িয়ার ভোট অশান্তি নিয়ে তৃণমূল বিজেপি চাপান উতোর। হেঁড়িয়ায় সমবায়ের ভোট গ্রহণ ঘিরে অশান্তি উত্তেজনা। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাকযুদ্ধ ঘিরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। রামনগরে পথঅবরোধ করল বিজেপি, বিজেপির কর্মীদের মারধরের অভিযোগে। কাঁথিতে আয়ুর্বেদ কলেজের ভোট কেন্দ্রের সিপিআইএমের বুথ ক্যাম্প ভাঙ্গার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আরও পড়ুন: টাকা, সাফল্য হাতের মুঠোয়! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না
অশান্তি কোলাঘাটেও। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা ঘিরে অশান্তি। কোলাঘাট থানার পুলিশ দু’দলের সমর্থকদের সরিয়ে দেয়। ভোট কেন্দ্রের সামনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত করেছেন। জমায়েত করা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়ায়।