TRENDING:

দুর্গাপুরের কুনুর ব্রিজে ফাটল, হুঁশ নেই প্রশাসনের

Last Updated:

দুর্গাপুরের কুনুর ব্রিজে নতুন করে ফাটল ধরা পড়ল। কিন্তু শুধুমাত্র গতি নিয়ন্ত্রণের বোর্ড লাগিয়েই দায় সেরেছে প্রশাসন। ছোট থেকে বড় সমস্ত যানই চলছে। ফাটল মেরামতিতে কোনও পদক্ষেপই করা হয়নি। চলছে ঝুঁকির পারাপার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: দুর্গাপুরের কুনুর ব্রিজে নতুন করে ফাটল ধরা পড়ল। কিন্তু শুধুমাত্র গতি নিয়ন্ত্রণের বোর্ড লাগিয়েই দায় সেরেছে প্রশাসন। ছোট থেকে বড় সমস্ত যানই চলছে। ফাটল মেরামতিতে কোনও পদক্ষেপই করা হয়নি। চলছে ঝুঁকির পারাপার।
advertisement

দুর্গাপুরের পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে দক্ষিণ ভারতে যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এটি। প্রতিদিন যাতায়াত হাজার হাজার পণ্যবাহী ট্রাকের। চলে কয়েকশো সরকারি ও বেসরকারি বাস, ছোট গাড়ি। এই রাস্তাতেই কাঁকসার পিয়ারিগঞ্জের কাছে কুনুর নদীর সেতুতে একাধিক জায়গায় নতুন করে ধরা পড়েছে ফাটল।

ডিসেম্বরে ব্রিজের মাঝের অংশ বসে যায় ৷ নীচের অংশের কিছু জায়গায় রড বেরিয়ে যায় ৷ লোহার বিম দিয়ে সাময়িক মেরামতি করা হয়েছিল ঠিকই, তবে মেরামতির মধ্যেই ২৪ জানুয়ারি ফের ফাটল ধরে ৷ ফের সেতুর নীচের বিম দিয়ে মেরামতি করা হয় ৷ সোমবার সকালে ফের ব্রিজে ফাটল ধরা পড়ে ব্রিজে ৷

advertisement

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট! আত্মঘাতী দ্বিতীয় বর্ষের ছাত্রী

গুরুত্বপূর্ণ এই সেতুতে ফাটল ধরা পড়লেও প্রশাসনের হুঁশ নেই। গতি নিয়ন্ত্রণের বোর্ড বসানো হলেও তা হচ্ছে কই? চলছে ঝুঁকির পারাপার। রোজই চলছে বিভিন্ন ভারী যান।

সোমবার পিডবলিউডি-র ইনজিনিয়ররা জানান, নতুন সেতু নির্মাণের প্রয়োজন। তবে মহকুমা শাসকের দাবি, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। পিডবলিউডি-র ইনজিনিয়ররা ইতিমধ্যেই সরকারের কাছে নতুন সেতু তৈরির প্রস্তাব পাঠিয়েছেন। বিকল্প ব্যবস্থা নিতে পারে প্রশাসনও।

advertisement

১৯৯৬ সালে তৈরি হয় এই সেতু। খুব বেশি পুরনো না হলেও কেন এতবার ফাটল ধরা পড়ছে? উঠছে প্রশ্ন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

আরও পড়ুন:Video : গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে ফাটল থাকায় বাড়ছে চিন্তা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরের কুনুর ব্রিজে ফাটল, হুঁশ নেই প্রশাসনের