বারুইপুরের একটি মোবাইলের দোকানে কাজ করেন আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। শনিবার দোকান থেকে টোটোয় বাড়ি ফিরছিলেন তিনি। পিছন থেকে একটি গাড়ি এসে রাস্তা আটকে বন্দুক দেখিয়ে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ৷
টোটো চালক জানিয়েছেন ঘটনাটি ঘটেছে রাত ন’টা নাগাদ ৷ কামরাবাদ থেকে টোটোয় ওঠেন ওই ছাত্রী। চালকসহ তখন টোটোতে চার জন ছিলেন। মন্দিরতলার কাছে টোটোটিকে একটি গাড়ি আটকায়। তিন যুবক গাড়ি থেকে নেমে মেয়েটিতে জোর করে টোটো থেকে নামায়। বাধা দিতে যান টোটো চালক। তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দিয়ে ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
ছাত্রীর মা জানিয়েছেন, প্রসূন রং নামে এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল সে। তাই ওই যুবক বারবার খুনের হুমকি দিত। থানায় এই নিয়ে অভিযোগ জানানোয় মেয়েকে অপহরণ করেছে প্রসূনই। দাবি পরিবারের। দক্ষিণ চব্বিশ পরগনার সবকটি থানাকে সতর্ক করা হয়েছে। চলছে তল্লাশি। আটক দু'জন।