নিজের বাড়িতে ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়েই ঘটে গেল বিপত্তি! ইলেকট্রিক শক(shock) খেয়ে মাটিতে ছিটকে পড়েই মৃত্যু হয়েছে মহিষাদল রাজ কলেজের অঙ্ক অনার্সের মেধাবী ছাত্র কৌশিক ভূঁইয়ার(২০)। তাঁর বাড়ি মহিষাদল থানার সরবেড়িয়া গ্রামে। আহত অবস্থায় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে কৌশিক ভূইয়াকে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হল না৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, নিজের বাড়িতেই বয়স্ক দাদুর নাকে গ্যাস পাইপ দিয়ে লেমুলাইজার সংযোগ দিতে গিয়েছিলেন কৌশিক৷ তার জন্যই ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়েছিলেন কলেজ ছাত্র কৌশিক। সেই মুহূর্তেই ইলেক্ট্রিকের শক খেয়ে ছিটকে বাড়ির মেঝের ওপর পড়ে যান তিনি। তৎক্ষণাতই তিনি মারা যান বলে প্রতিবেশীদের অনুমান। তবে অচৈতন্য অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকেন তিনি৷ বাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ শেষ চেষ্টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন West Burdwan News: সরস্বতীর বরপুত্র, ভারতের সবচেয়ে খুদে বিজ্ঞানী ফিরিয়েছে নাসা-হার্ভার্ডের ডাক!
এদিকে, কলেজ ছাত্র কৌশিকের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।