আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…
বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সামশেরগঞ্জ থানার মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সোহেল রানা। অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে প্রথমে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাকে রেফার করা হয়। কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেডিক্যাল কলেজে নিয়ে আসার মত অবস্থায় ছিল না ছাত্রটি।
advertisement
আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও
পরিবারের সদস্যরা ওমরপুর তালাইমোড়ের ত্রুটি বেসরকারি নার্সিংহোমের আইসিসিইউ-তে ভর্তি করেন। সেখানেই মঙ্গবার রাতে মৃত্যু হয় সোহেলের। সোহেলের মৃত্যুতে শোকের ছায়া পরিবার-সহ গোটা এলাকায়। মৃত ছাত্রের বাবা হাবিবুল্লা শেখ বলেন, “৫ দিন ধরে জ্বর না কমায় ছেলের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করলে কোনও ওষুধই নিতে পারেনি। সেখানেই মৃত্যু হয়”। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল বলেন, “মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েই মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গুর কারনেই মৃত্য কিনা তা এখনই বলা যাবে না। আমরা সমস্ত পরীক্ষার কাগজপত্র তদন্ত করে দেখছি।”