আগামী ১৬ অক্টোবর মামলার শুনানি। আইনজীবী সব্যসাচী ব্যানার্জি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন,’ কলেজে পরীক্ষা চলছে। বাইরে অনেক মানুষের জমায়েত। এই পরিস্থিতিতে কলেজে পুলিশের নিরাপত্তা দেওয়া হোক।’
পাশাপাশি হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করেছে বেসরকারি মেডিক্যাল কলেজ। ডিসিপি অভিষেক গুপ্তা পুলিশের টিম নিয়ে হাসপাতালের গেট থেকে মূল ঘটনাস্থল পরাণগঞ্জের জঙ্গল হেঁটে দেখছেন৷ ঘুরে দেখছেন ডিসিপি এবং তার টিম৷ একজন অভিযুক্ত বা নিগৃহীতা মেয়েটির বিশেষ বন্ধুকে পুনর্নির্মাণের জন্য জঙ্গলে নিয়ে ঘুরছে পুলিশ৷
advertisement
আরও পড়ুন-অক্টোবরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বর্ষা বিদায় নিতেই বিরাট তাণ্ডব! এল আবহাওয়ার বড় আপডেট
পুলিশের সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাতেই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ও দুর্গাপুর থানার পুলিশের যৌথ টিম উপস্থিত ছিল পুরো অভিযানে। স্থানীয়দের একাংশকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে তদন্ত আরও এগিয়ে যাবে এবং ঘটনার পেছনের আসল রহস্য শিগগিরই উন্মোচিত হবে।