আরও পড়ুন– রাশিফল ৮ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় বিধানসভা। তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। অনেকের মৃত্যুও হয়েছে রাজনৈতিক হিংসায়। সেই পরিস্থিতিতে ভাঙড়ের আইন-শৃঙ্খলার পরিস্থিতি কথা মাথায় রেখেই গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশে অধীনে নিয়ে আসা সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহলের মত। এদিন ধনধান্য স্টেডিয়াম থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দফতরের অনুষ্ঠানেও যোগ দেবেন। জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিতে পালিত হয়েছে ‘স্টুডেন্ট উইক ডে’।
advertisement
আরও পড়ুন– আজ রাজভবনে সাংসদ পিতা-পুত্র, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শিশির ও দিব্যেন্দু অধিকারী
স্টুডেন্ট উইক ডে-র অধীনে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে। তারই সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ট্যাবের টাকা-সহ একাধিক পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সোমবারের মঞ্চ থেকে স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বড় কোনও বার্তা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপাতত নজর সেই দিকেই। পাশাপাশি সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্য রাজ্যপাল সংঘাত বজায় রয়েছে। স্কুল শিক্ষা দফতরের অনুষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের বলেও মনে করা হচ্ছে।