জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম বর্ধমানে দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতু। এই সেতু কৃষক সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমানের সদরঘাটে বর্ধমান আরামবাগ রোডে দামোদরের ওপর কৃষক সেতু বয়সের ভারে জীর্ণ। বছরের বেশিরভাগ সময় ধরে তার রক্ষণাবেক্ষণ করতে হয়। তাছাড়া এই সেতুর ওপর যান বাহনের চাপ দিন দিন বাড়ছে। সেজন্যই কৃষক সেতুর পাশে গড়ে উঠবে শিল্প সেতু। সেই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
advertisement
এছাড়া মুখ্যমন্ত্রী মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের শিলান্যাস করবেন। কাটোয়া ও মঙ্গলকোটের কয়েকটি রাস্তা নির্মাণ কাজেরও মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়া মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সবুজ সাথীর সাইকেল, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা, ভূমিহীনদের পাট্টা দান সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন। এর পর সভামঞ্চ থেকে বক্তব্য রাখবেন তিনি। সেখান থেকে নতুন কোনও প্রকল্পের কথা জানান কিনা দেখার! মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ঘুরে দেখতে পারেন। সেজন্য জামালপুর, মেমারি, বড়শুলের শিবিরগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।
আরও পড়ুন- ‘আমি বিধায়ক, কেন পালতে যাব…?’ আদালতে কী বললেন জীবনকৃষ্ণ? বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের!
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাডের ব্যবস্থা রাখা হয়েছে। তবে তাঁর সড়ক পথে আসার সম্ভাবনাই বেশি। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে জরুরি ভিত্তিতে বর্ধমান শহরের জিটি রোড সংস্কার করা হচ্ছে। জেলা শাসকের অফিস চত্বরে বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে।