জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভাষা আন্দোলন উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন। ওইদিন ঝাড়গ্রামেই থাকবেন। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন।
আরও পড়ুন: ওদের হাতের কাজ দেখলে পার্থক্য করতে পারবেন না! পুরোটা জানলে মন ছুঁয়ে যাবে
advertisement
মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচি উপলক্ষে সেজে উঠছে জঙ্গল নগরি ঝাড়গ্রাম। শহরের পাঁচ মাথার মোড়ে জোরকদমে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ তৈরির কাজ। পাশাপাশি সেজে উঠছে ঘোড়াধরা স্টেডিয়াম। এদিকে সম্প্রতি ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় মাওবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে খবর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।
আরও পড়ুন: বাংলাকে ডোবানোর চক্রান্ত – মমতার ভয়ানক তোপ, আজ সরেজমিনে খতিয়ে দেখবেন আরামবাগ, খানাকুল
ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে দলীয় কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক নানা কর্মসূচিতেও অংশ নেবেন। তাই নিরাপত্তায় কোনও ফাঁক ফোকর রাখতে চাইছে না প্রশাসন। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের। তারাও নানান উদ্যোগ নিয়েছে।