জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর তিনি পূর্ব বর্ধমান জেলায় আসবেন। ১৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী এই জেলা সফরে আসতে পারেন ধরে নিয়ে তার সবরকম প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসন। তবে তিনি প্রশাসনিক বৈঠক করবেন কিনা বা জনগণের মধ্যে বিভিন্ন যে সরকারি পরিষেবা তিনি প্রদান করে থাকেন সেইসব কর্মসূচি থাকবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি।
advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী জানুয়ারি মাসে জেলা সফর করবেন বলে মনে করা হচ্ছিল। তাঁর সেই কর্মসূচি অনেকটাই এগিয়ে আসছে। ১৫ ডিসেম্বর তিনি জেলা সফরে আসতে পারেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। সেই মতো সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রশাসনিক বৈঠক হলে তা বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে করার কথা ভাবা হচ্ছে। তবে তিনি যদি বিভিন্ন পরিষেবা প্রদানের কর্মসূচি রাখেন তবে সেক্ষেত্রে নবাবহাট সংলগ্ন গোদা মাঠের কথা ভাবা হবে।
আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের জেরে আগামিকাল কলকাতায় বৃষ্টি হবে? নাকি দক্ষিণবঙ্গে বাড়বে ঠান্ডা? জানুন পূর্বাভাস
জানা গিয়েছে, জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও আরও কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলাশাসকের অফিস ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ ভবনের মাঝে যে চার তলা নতুন বিল্ডিং তৈরি হয়েছে তার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। সেজন্য ওই বিল্ডিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও কালনা মহাকুমা-সহ জেলার কয়েকটি বড় রাস্তা সংস্কারের কাজ শিলান্যাস মুখ্যমন্ত্রী করতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে সরকারি সব দফতরকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এ ব্যাপারে বলেন,ডিসেম্বরের মাঝামাঝি সময় নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলা সফরে আসতে পারেন বলে খবর মিলেছে। সেইমতো প্রস্তুতি নেওয়া হচ্ছে।