TRENDING:

Mamata Banerjee: গঙ্গাসাগরে মমতা! ‘১৬১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন’, দুর্ঘটনা, বিদ‍্যুত্‍ নিয়ে আগাম সতর্কবার্তা মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: তার আগে সোমবারই দু'দিনের সফরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: বুধবার থেকেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। তার আগে সোমবারই দু’দিনের সফরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী। মঙ্গলবার গঙ্গাসাগরে এসে ১৬১ টাকার প্রকল্প উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী।
গঙ্গাসাগরে মেলা শুরুর আগেই বিরাট ঘোষণা মমতার!
গঙ্গাসাগরে মেলা শুরুর আগেই বিরাট ঘোষণা মমতার!
advertisement

এদিন মুখ‍্যমন্ত্রী জানালেন, ‘‘আজ আমার সঙ্গে সিএস (চিফ সেক্রেটারি), অনেক সেক্রেটারিও আছেন। আপনারা শুনলেন ১৬১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হল। মুড়ি গঙ্গা টেন্ডার হয়ে গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫০০ কোটি টাকা রাখা হয়েছে। মুড়ি গঙ্গাতে ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে। যাতে ২০ ঘন্টা লঞ্চে যাতায়াত করতে পারে। মেলায় ২২৫০ টি সরকারি বাস, ৩২ টি ভেসেল, ব্যবহার করা হবে। জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে।’’

advertisement

আরও পড়ুন: ১০০-র জায়গায় ১১০-১২০ টাকার পেট্রোল-ডিজেল কেন ভরায় সকলে? সঠিক পরিমাণে পাওয়া যায় তেল? আসল সত‍্যি না জানলেই বড় ভুল

গঙ্গাসাগরে দুর্ঘটনা এড়াতেও সতর্ক করলেন মুখ‍্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কোনও দুর্ঘটনা যেন না হয়। ২৫০০ সিভিল ডিফেন্স নিয়োগ করা হচ্ছে। আইসিইউ-এর ব্যবস্থা থাকছে। ১০ জন মন্ত্রীকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি ১০-১২ জন থাকবে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কো-অর্ডিনেশন করে চালাবে। ইকো ফ্রেইন্ডলি গঙ্গাসাগর মেলা আমাদের লক্ষ্য। কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না। বাবুঘাটে আমি যাব ৯ তারিখে বিকেলে। যেখানে স্থানীয় কিছু হয়, সেখানে স্থানীয় বিষয়কেই গুরুত্ব দিতে হবে। সব রাস্তায় এখন স্পিড রেস্ট্রিকশন(গতি নিয়ন্ত্রণ) করতে হবে। যখন মেলা হবে ৪০ এর বেশি স্পিড তুলতে দেবেন না।’’

advertisement

আরও পড়ুন: ৭ দিন পরেই সূর্যের গোচর! ৩ রাশির কপালে টাকার বৃষ্টি, দরজায় কড়া নাড়ছে ভাল সময়

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বিরাট এলাকাজুড়ে চলে গঙ্গাসাগর মেলা। অনেক সময়ই বিদ‍্যুতে বিপত্তি দেখা যায়। বিষয়েও আগাম সতর্ক করলেন মমতা। তিনি জানালেন, ‘‘বিদ্যুৎ এর ব্যাপারটা দেখে নিও যাতে কেউ ক্ষতি না করতে পারে। সেনেভি, কোস্ট গার্ডকে বলেছি যাতে ওপার থেকে কোনও সমস্যা না আসে। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: গঙ্গাসাগরে মমতা! ‘১৬১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন’, দুর্ঘটনা, বিদ‍্যুত্‍ নিয়ে আগাম সতর্কবার্তা মুখ‍্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল